নবীগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জ-নবীগঞ্জ রোডস্থ ইমামবাড়ী বাজারে সিএনজি ও বাস চালকের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে এক জন।
বুধবার ( ২৮ অক্টোবর ) দুপুরে উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী বাজারে ঘটনাটি ঘটে। আহত বাসচালক হলেন নতুন বাজারের মুরাদপুর গ্রামের মৃত কিরু দাশের পুত্র খোকন দাশ (৫০)। এ সময় প্রায় ৩ ঘন্টা ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। ফলে দুর্ভোগে পড়তে হয় যাত্রী সাধারনের।
জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ইমামবাড়ী বাজারে শরীফের নেতৃত্বে একদল সিএনজি চালক বাসের সামনে সিএনজি দাঁড় করিয়ে বাস থামায়। এক পর্যায়ে সিএনজি চালকরা বাস চালকের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন ওই বাস চালক। স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার খবর পেয়ে তদন্ত ওসি আমিনুল ইসলাম, এস আই মহিউদ্দিন রতন ও এস আই হানিফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এক বাস যাত্রী জানান, হঠাৎ করে সিএনজি চালক সিএনজি নিয়ে বাসের সামনে এসে দাঁড়ায়। বাস চালক ও সিএনজি চালকের মধ্যে কথা কাটাকাটি নিয়ে সিএনজি চালক বাস চালকের উপর হামলা চালায়।
এ ব্যাপারে ইমামবাড়ী বাজার সমিতির ব্যাবসায়ীর যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান বলেন, নবীগঞ্জ থানার ওসি তদন্ত ঘটনাস্থলে আসার পরে আমরা চেয়েছিলাম সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি করার জন্য। কিন্তু ওসি তদন্ত বাস মালিক সমিতির সাথে যোগাযোগ করলে তারা বলেছেন আমরা পরে জানাবো।
এ ব্যাপারে মালিক সমিতির যুগ্ম আহবায়ক আব্দুল বাছিত জানান, শ্রমিকরা বাস বন্ধ করে রেখেছে।মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে নবীগঞ্জ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ইয়াওর মিয়া বলেন, এখনো এটা কোনো সমাধান হয়নি। বাস শ্রমিকরা ধর্মঘট ডেকেছে। বাস বন্ধ রয়েছে। উপযুক্ত বিচার না পাওয়া পর্যন্ত শ্রমিকদের দাবি বাস চলবে না। পরিস্থিতি থমথমে রয়েছে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার তদন্ত ওসি আমিনুল ইসলাম জানান, তাৎক্ষণিক ঘটনার খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj