আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামে একটি ব্রিক ফিল্ডের পাশের ধান ক্ষেত থেকে চার দিন আগে নিখোঁজ হওয়া এক রিক্সা শ্রমিকের লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ২ টার দিকে স্হানীয় লোকজন পুলিশে খবর দিলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীগঞ্জ সদর ইউপির গুজাখাইর গ্রামের সাহিদ উল্লাহ'র পুত্র আবেদ উল্লাহ সেজু (১৮) গত শনিবার রাত ৯ টায় সময় ব্যাটারী চালিত রিক্সা চালানো অবস্থায় রিক্সাসহ নিখোঁজ হয়।
নিখোঁজের চারদিন পর মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড পূর্ব তিমির পুর এম আর সি ব্রিক ফিল্ডের পাশে ধান ক্ষেতে লাশ দেখতে ছোট বাচ্চারা। তারা তাৎক্ষণিক পাশ্ববর্তী দারুল হিকমা মাদ্রাসার শিক্ষকদের জানালে সেখান থেকে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে দ্রুত নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্হলে যান নবীগঞ্জ বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী।
ঘটনাস্থলে উপস্হিত সাংবাদিকদের তিনি জানান, লাশের সুরতহাল হাল তৈরি হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে। তিনি আরো বলেন, আমরা নিবির পর্যবেক্ষনে আছি, আশাকরি খুব দ্রুত রহস্য উদঘাটন করা যাবে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমান জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি।
উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে রিক্সা চালক সেজু নিখোঁজ হয়। রবিবার তার পিতা নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন ( ডায়রী নম্বর- ১৩৩৭)। এরপর পুলিশ বিভিন্নস্হানে খোঁজাখুজি করলেও তার কোন সন্ধান পায়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj