নিজস্ব প্রতিবেদক : বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শুটকী বেইলি সেতুটি জরুরী ভিত্তিতে মেরামতের কারণে গতকাল সোমবার থেকে টানা ৯ দিন যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হবিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোঃ সজীব আহমেদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়-এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হবিগঞ্জ-বানিয়াচং সড়কের (জেড-২৪০৩) ১২তম কিলোমিটারে অবস্থিত শুটকী বেইলী সেতু’র জরুরী মেরামতের লক্ষ্যে আগামী ২৬ অক্টোবর সোমবার থেকে ২৯ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত সেতুটির উপর দিয়ে হালকা যানবাহনে (মোটরসাইকের, সিএনজি, কার, মাইক্রেবাস এবং জীপ) ব্যতীত সকল ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং ৩০ অক্টোবর শুক্রবার থেকে ০৩ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত সেতুটির উপর দিয়ে সকল প্রকাশ যান চলাচল বন্ধ থাকবে। এ জন্য এই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীদের নিকট সড়ক ও জনপদ বিভাগ দু:খ প্রকাশ করে সকলের সহযোগীতা কামনা করেছেন।
এদিকে স্থানীয়রা জানায়, কিছুদিন পরপরই এই সেতুতে মেরামতের জন্য কাজ করা হয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবার বিকল হয়ে পরে। কারণ এই রোড দিয়ে ভারী মালবাহী ট্রাকগুলো প্রায়ই চলাচল করে। ১০টনের অধিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলে কোনো চালকরাই তা মানছেন না। ফলে এই সেতুর লোহার প্লেটগুলো ঢেবে গিয়ে ভেঙে পড়ার উপক্রম হয়। তাই জোড়াতালি দিয়ে এটি মেরামত না করে নতুন এবং আরো প্রশস্তও মজবুত করে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান তারা। পাশাপাশি সেতু মেরামতের অজুহাতে যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া আদায় না করা হয় সেদিকেও নজর দেয়ার জন্য জোরদাবি জানিয়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীগণ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই বেইলী সেতুটি ঝুঁকিপুর্ণ হিসেবে রয়েছে। তার আগে অনেকবার এই সেতু মেরামতের কাজ কাজ করা হয়েছিল। তবে এই সেতুটি স্থায়ীভাবে মেরামত বা এটা ভেঙ্গে নতুন আরেকটি ঢালাই সেতু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন উপজেলাবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj