এম.এ.সাবলু হৃদয় সিলেট : টানা এক সপ্তাহ বৃষ্টির পর রবিবার আকাশে রোদ উঁকি দিতেই কৃষকের পাশা পাশি কৃষাণীরাও নেমে গেছেন মাঠে তাদের সোনালী ফসল ঘরে আনতে। হাকালুকি হাওরে গেলে দেখা যায় ধান কাটায় শ্রমিকদের সাহায্যে নারীরা ও ধানের মুঠি জমি থেকে পাড়ে তুলছেন। কৃষাণী কবিরুন বেগম বলেন ৭-৮ দিন ফরে রইদ উটছে, বাড়ির বেটাইন ধান কাটাত লাগছইন আমরা আইলাম তারারে সায্য করতে তারা ধান কাটরা আর আমরা ধানের আটা টাইননা পারো তুলছি, ইতে তারা অনেখ সায্য অইতাছে। আমরা গরীর মানুষ অই মাসই যত ফারা যায় রুজি করতাম, আগে বেশি দান খাটর লোক আইত অনে খুব খম লোক আয়, এর লাগি আমরার দেশো টাইম মত ধান কাটা যায় না। প্রান্তিক কৃষক আউয়াল মিয়া বলেন মেঘের লাগি ৬-৭ দিন বালাইলায় ধান খাটতা পারছিনা আজকো রইদ উটায় তাইনরেও (বউ) লইয়া আইলাম, আমার অনেখ সায্য অইতাছে। তাইস মুইট পারো তুলতাছইন। ইসলামপুর গ্রামের কৃষক শামছুল আলম বলেন আমার ঘরে অন্তত ৬-৭ শত মণ ধান রোদের অভাবে শুকাতে পারছি না, রোদ দেখে আজ ২থেকে আড়াইশ মণ ধান আজ শুকাতে দিয়েছি, যদি মেঘ আসে তবে আমার সর্বনাশ হয়ে যাবে, অনেক ধান কালো হয়ে নষ্ট হতে চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj