চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জে চুনারুঘাটে ভন্ড কবিরাজ কণা ফকিরের অপচিকিৎসায় মরতে বসেছিল নাঈম নামের ৯ বছরের এক শিশু ।
জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নস্থ কালামন্ডল গ্রামের মরহুম আব্দুল করিমের ছেলে নাঈম আহম্মেদের মাথা ব্যথা ও ঘনঘন বমি দেখা দিলে তার সহজ সরল মা আনোয়ারা বেগম তাকে নিয়ে গ্রামের কবিরাজ কণা ফকিরের কাছে যান । ভন্ড কবিরাজ কিছুক্ষণ ধ্যানের ভান করে বলে- নাঈমের দাদী মরার আগে তার সাথে ৫টি জ্বিন থাকতো যারা নাঈমের দাদী মরার পর থেকে নাঈমকে আছর করে রেখেছে । এদেরকে সরাতে হলে অনেক সময়ের প্রয়োজন ।
নিয়মিত আসন চালানোর খরচ চালিয়ে গেলে ধীরে-ধীরে জ্বিন বিতাড়িত করা সম্ভব । তবেই নাঈম সুস্থ্য হবে ।ভন্ড কবিরাজের কথা বিশ্বাস করে নাঈমের কোমলমতি মা নাঈমের সুস্থ্যতার জন্য দীর্ঘদিনের কষ্টার্জীত টাকা খরচ করে, তার কাছেই চিকিৎসা শুরু করেন । কিন্তু কাজের কাজ কিছুই হলো না ক্রমান্নয়ে নাঈমের রোগের তীব্রতা আরো বেড়ে গেল ।
অবশেষে নিরুপায় হয়ে নাঈমের বড় ভাই বিল্লাল এদিক-ওদিক ছুটাছুটি শেষে নাঈমকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা নাঈমের ব্রেইন টিউমার হয়েছে বলে নিশ্চিত করেন ।কিন্তু ব্যয়বহুল চিকিৎসা চালানো তার পরিবারের পক্ষে সম্ভব হয়ে উঠেনি ।
পরিশেষে তার পরিবার আহম্মদাবাদ মানব কল্যাণ সংঘের সহযোগিতা চাইলে,আহম্মদাবাদ মানব কল্যাণ সংঘ তার চিকিৎসার উদ্যোগ নেয় এবং চিকিৎসা শুরু করে। পরবর্তিতে সিলেটস্থ চুনারুঘাট সমিতি ও এলাকার কয়েক জন দানবীর মানুষ সহযোগিতা করলে এক পর্যায়ে বাংলাদেশের কৃতি সন্তান চুনারুঘাটের ছেলে লন্ডনে ব্যাবসায় খেতাব প্রাপ্ত জনাব মামুন চৌধুরীর সহযোগীতায় খরচ বহন করে নাঈমের অপারেশন করানো হয় । বর্তমানে নাঈম সুস্থতার দিকে রয়েছে বলে জানা যায় ।
ভন্ড কণা ফকির সম্পর্কে এলাকা সূত্রে জানা যায় তার বাড়িতে সে প্রতিদিনই মদ-গাজার আসর বসিয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে । তাছাড়া তার ভূয়া চিকিৎসায় অনেকেরই জান-মালের ক্ষতি হয়েছে বলেও জানান তারা ।
উল্লেখ্য যে, কিছুদিন পূর্বে শাহানা নামের এক মহিলার প্রসব কালিন রক্ত বন্ধ না হওয়ায় সেও কণা ফকিরের স্বরণাপন্ন হলে মহিলার উপর কালীর নজর আখ্যায়িত করে তেলপড়া-পানি পড়া ইত্যাদি দিয়ে শাহানার মূল চিকিৎসার বিলম্ব ঘটায় এবং অনেক টাকা হাতিয়ে নেয় ।
যার খেসারতে শাহানার পরবর্তি চিকিৎসায় লক্ষ-লক্ষ টাকা খরচ হয় । এখন এলাকার মানুষের একটাই দাবী, পীরের আদেশ পালনের নাম করে ঘরে আসন বাতি জ্বালিয়ে গাজার আসর বসানো এই ভূয়া কবিরাজের সকল ভন্ডামি কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার লক্ষে প্রশাসন দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj