নবীগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সঈপুর বাজার সিএনজি শ্রমিকদের হয়রানি ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি শ্রমিকবৃন্দ।
এ সময় সিএনজি শ্রমিকরা অভিযোগ করে বলেন, তাদের উপর একই উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত কলমদর আলীর পুত্র জুয়েল হয়রানির জন্য মিথ্যা মামলা দায়ের করেন।
সোমবার( ২১ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জের নাইস চাইনিজ রেষ্টুরেন্টের আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিএনজি শ্রমিক মোঃ আজিজুর রহমান। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে শ্রমিক নেতৃবৃন্দ জানান, চৈতন্যপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী জুয়েল, খরছু, আলাল ও খালেদ কর্তৃক তাদের আরেক সহযোগি ফজর এর সাথে গাজা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনা সংঘটিত হয়। বিষয়টি ৫ নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকাবাসী অবগত রয়েছেন। উক্ত বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে পূর্ব শত্রুতা মেটাতে গত ২৪ এপ্রিল ২০২০ইং তারিখে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে আমরা নিরীহ শ্রমিকদের উপর একটি মিথ্যা মামলা দায়ের করে যা মোটেও সত্য নয়।
গত কয়েক মাস পূর্বে জুয়েল গংরা নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাহিদুর রহমানের উপর অন্যায়ভাবে হামলা করেও ইউনিয়ন পরিষদ ভাংচুর করে। বিষয়টি একাধিক পত্র পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার কর্তৃক মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
জুয়েল, রব্বান, খরছু, আলাল ও খালেদ গংদের বিরুদ্ধে থানায় ও কোর্টে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে। তাই শ্রমিকরা এসব অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ও দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj