সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ : ১৯৯৮ সালে হবিগঞ্জ সদর উপজেলার ৮নং শায়েস্তাগঞ্জ ও ৯ নং নিজামপুর ও উবাহাটা ইউনিয়নের আংশিকসহ মােট ১০.৪০ বর্গ কি.মি. এলাকা নিয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভা গঠন করার পর একটি উপ-নির্বাচন ও ৪টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর/জানুয়ারি শায়েস্তাগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জ জেলার ৬টি পৌরসভার মধ্যে ৫টিতে সর্বশেষ নির্বাচন হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। সে হিসেবে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা। তবে নির্বাচনী দিন-ক্ষণ এখনও ঠিক না হলেও মুখের হিসেবে দিন গুনছেন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মানুষ। সেই সাথে তৃণমূল পর্যায়ে মাঠে সরব হয়ে উঠছেন কাউন্সিলর, নারী কাউন্সিলর এবং মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনােনয়ন প্রত্যাশীরা। যার যার অবস্থান থেকে সবাই জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।
শুধু তাই নয়, প্রার্থীরা আলোচনায় আসার জন্য বিভিন্নভাবে উঠান বৈঠক, নেতাদের সাথে সাক্ষাৎ, দলীয়ভাবে মনোনয়ন পাওয়ার জন্য তদবিরও শুরু করে দিয়েছেন।
সরেজমিনে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এ পৌরসভায় নৌকার মাঝি হতে জোর প্রচারণায় রয়েছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকে বিজয়ী বর্তমান মেয়র ছালেক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদার। এ ছাড়াও কৌশলে নৌকার মাঝি হতে কাজ করছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, আওয়ামী লীগ ও ব্যকসের নেতা আবুল কাশেম শিবলু।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে হেভিওয়েট প্রার্থী এম এস আহমেদ অলি। যিনি বিগত নির্বাচনে মাত্র ৮৩ ভোটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছালেক মিয়ার কাছে পরাজিত হয়েছিলেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশায় রয়েছেন সাবেক কাউন্সিলর আব্দুল মজিদ। সতন্ত্র প্রার্থী হিসেবে গতবারের ন্যায় এবারও নির্বাচন করতে পারেন প্রভাষক মো. জালাল উদ্দিন রুমি।
পৌরসভার বিভিন্ন এলাকার লােকজন বলছেন, এখানে নৌকার মনােনয়ন পাওয়া মানেই পরবর্তী মেয়র হওয়া। তাই সমর্থন নিজের পক্ষে নিতে অনেকেই মাঠ পর্যায়ে সরব হয়ে উঠেছেন। তাই গােপন প্রচারণায় মনােনয়ন প্রত্যাশীদের কাছে ভােটারদের কদর বেড়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার সম্ভাব্য মেয়র প্রার্থী ফজল উদ্দিন তালুকদার জানান, ‘আওয়ামী লীগ একটি বড় দল। দল থেকে আমাকে যদি মনোনয়ন দেয়া হয় আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করব।’
শায়েস্তাগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ছালেক মিয়া জানান, ‘আমি এখনো প্রচারণা শুরু করিনি। তফসিল ঘোষণার পরে আমি প্রচারণা শুরু করব। তবে আমি আবারও নির্বাচন করব বলে শতভাগ আশাবাদী।’
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj