বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং সদর সিদ্দিক হোসেন খান ফাউন্ডেশনের অর্থায়নে আজ সকাল ১০ ঘটিকার সময় বানিয়াচং সাগরদিঘীর পশ্চিম পাড় খান বাড়ির বাংলায় গরীব ও অসহায় মানুষের মাঝে গরুর গুস্ত বিতরণ করা হয়। উক্ত বিতরণ, বিশিষ্ট্য সমাজসেবক মহিউদ্দিন আগাখানের পরিচালনায় আরসাদ হোসেন খান বিবলু'র সভাপতিত্বে প্রায় ৮০-৯০ জনকে এক কেজি করে গরুর গুস্ত দেওয়া হয়।
এছাড়াও সিদ্দিক হোসেন খান ফাউন্ডেশন করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। সিদ্দিক হোসেন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউকে প্রবাসী সাজ্জাদ হোসেন খান টিপু বানিয়াচংয়ের দরিদ্র ও হত-দরিদ্র মানুষকে সহযোগিতা করার মানসিকতা নিয়ে নিজ পিতার নামে এই ফাউন্ডেশন করেছেন।
বিতরণী অনুষ্ঠানে যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা জনাব মহিউদ্দিন আগাখান বলেন, সিদ্দিক হোসেন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান টিপু'র এই মানবিক কার্যক্রম এই সমাজের জন্য শিক্ষনীয় ও প্রশংসনীয় কাজ। গরীব মানুষকে সহযোগিতার এই ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি, পাশাপাশি এই খান পরিবারের মঙ্গল কামনা করি।
উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চার মহল্লার ক্যাশিয়ার মজিবুর রহমান, সাংবাদিক মাজহারুল ইসলাম অপু, সাংবাদিক মুক্তাদির হাসান সেবুল, সাংবাদিক মোঃ হৃদয় খান, সাংবাদিক হৃদয় হাসান শিশির প্রমূখ।
সিদ্দিক হোসেন খান ফাউন্ডেশন দেশ ও দশের মানুষের যে কোন দুর্যোগে বানিয়াচংবাসীর ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার চেষ্টায় ব্রত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj