শাহ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের বোরো মওসুমকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে লগ্নী ব্যবসায়ীরা। প্রতি বছর শুরুতেই আরি-বোরো ধানের চাষাবাদকে ঘিরে এ চক্রটি সক্রিয় হয়ে ওঠে। শায়েস্তাগঞ্জ পৌরশহর সহ বিভিন্ন অঞ্চলের কৃষকরা এসব সুদখোর লগ্নী ঘুঘু ব্যবসায়ী মহাজনদের কাছে জিম্মি হয়ে পড়েছে।
কৃষকদের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে মাসিক হিসেবে ৫ হাজারে ১ হাজার ৫ শ’ টাকা, ১০ হাজারে ৩ হাজার টাকা, অথবা ১ হাজারে ৩/৪ মণ ধান হারে লগ্নী দেয়া হয়। অপরদিকে ৫০ থেকে ৭০ শতাংশ সুদ ও অর্ধেক দামে ধান কিনার শর্তে অর্থঋণ প্রদান করছে লগ্নী ব্যবসায়ীরা। মওসুম শেষে কৃষকদের কষ্টার্জিত ফসলের সিংহভাগ চলে যাবে লগ্নী ব্যবসায়ীদের গোলায় এবং তারা আবারো অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হবে।
গত কয়েক দফায় ইরি-বোরো ও বোনা-রোপা আমন ধানের আশানুরূপ ফলন না হওয়ায় থানার ২টি ইউনিয়নের শত শত কৃষকের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে। সেচ, শ্রম, কীটনাশক, সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে বিঘাপ্রতি সাড়ে ৬ হাজার থেকে ৮ হাজার নগদ টাকা নিয়ে কৃষকদের এবারও ইরি-বোরো ধানচাষে নামতে হচ্ছে। এ অবস্থায় লগ্নী ব্যবসায়ী নামধারী সুদখোর মহাজনদের স্থানীয় দালালরা অর্থ পাইয়ে দেয়ার আশ্বাস নিয়ে গ্রামগঞ্জের কৃষকদের কাছে যাচ্ছে। এর ফলে কৃষকদের ৫০ থেকে ৭০ শতাংশ হারে সুদ গুনতে হবে অথবা কমমূল্যে উৎপাদিত ধান মহাজনদের কাছে বিক্রি করতে হবে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রচুর লাভ দেখে লগ্নী ব্যবসায়ী মহাজনদের পাশাপাশি প্রবাসীদের আত্মীয়-স্বজনরাও ব্যাপক হারে লগ্নী ব্যবসায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িয়ে গেছে। এমন কি সচ্ছল পরিবারের উঠতি বয়সের কিশোর, স্কুলশিক্ষক, বিভিন্ন ব্যবসায়ী বা পেশাজীবীরাও এ ব্যবসায় জড়িয়ে পড়েছে। আর এ ব্যবসায় মধ্যস্বত্ব ভোগী হিসেবে আত্মপ্রকাশ ঘটছে এলাকার চুনুপুঁটি মাস্তানদের।
এদিকে লগ্নী আদায়ের কাজে এসব মাস্তান, বেপরোয়া তরুণ, যুবক ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের লেলিয়ে দেয়া হয় অসহায় কৃষকদের পেছনে। সহজ সরল কৃষক ফসল উৎপাদনের প্রাকৃতিক দুর্যোগে বারবার মার খাওয়া সত্ত্বেও এলাকার প্রভাবশালী ব্যক্তি ও মাস্তানদের ভয়ে হালের বলদ, স্বর্ণালংকার, হাঁড়ি-পাতিল, ভিটেবাড়ি, জমিজমা বিক্রি করে লগ্নী ব্যবসায়ী মহাজনদের প্রদত্ত ঋণ পরিশোধে সর্বস্বান্ত হয়েছে এমন ঘটনাও ঘটেছে।
গত ৩/৪ বছর ধরে জলবায়ু যে বৈরী রূপ নিয়েছে এর ধারাবাহিকতায় যদি মওসুম শেষে ধানের ফসল কম হয় তবে একদিকে কৃষকের ফসল ও ফসল বিক্রির অর্থ চলে যাবে লগ্নী ব্যবসায়ী মহাজনদের গোলায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj