বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামে এক গৃহবধূকে মারপিট করে হামলাকারী ইউপি সদস্য ও তার সন্ত্রাসী বাহিনী কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়ালেও থানা পুলিশ খুজে পাচ্ছেনা।
এ ব্যাপারে আহত গৃহবধূ রুনা আক্তারের স্বামী ভূক্তভোগী ফরিদ মিয়া সাংবাদিকদের নিকট অভিযোগ করে জানান, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তারের ভাই বানিয়াচং ১নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান মিয়ার নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী হামলা করে ফরিদ মিয়ার স্ত্রী রুনা আক্তার(২৭)কে মারপিট করে গুরুতরভাবে আহত করেছে।
বর্তমানে রুনা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে ফরিদ মিয়া বাদী হয়ে লোকমান মেম্বারসহ ৬জনকে আসামী করে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরনে জানা যায়, গত ৮ আগস্ট নন্দীপাড়া গ্রামের ফরিদ মিয়ার বসত বাড়ীতে লোকমান মেম্বারের নির্দেশে তার লোকজন ফরিদ মিয়ার বসত ঘরে হামলা করে ঘর ভাংচুর করে এবং বেশ কিছু গাছের চারা কেটে ফেলে।
পরের দিন ৯ আগস্ট পুনরায় লোকমান মেম্বারের নির্দেশে হামলা করে বসত ঘর ভাংচুর করে মালামাল আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।
এ সময় ফরিদ মিয়ার স্ত্রী রুনা আক্তার বাধা দিলে তাকে মারপিট করে গুরুতর আহত করে নগদ টাকা ও আসবাবপত্র ভাংচুর করিয়া প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করিয়াছে।
এ ব্যাপারে ভূক্তভোগী ফরিদ মিয়া জানান, আমি উপযুক্ত বিচার পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করেছি।
আসামী লোকমান মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনী ঘুরে বেড়ালেও পুলিশ না দেখার ভান করতেছে। আমি পুলিশ মহলের উর্দ্ধতন কতৃপক্ষের নিকট আমি এর বিচার চাই।
এ ব্যাপারে বানিয়াচং অফিসার ইনচার্জ(ওসি)এমরান হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আদালত নির্দেশে মামলাটি এফআর করে রেকর্ড করা হয়েছে।
তবে মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে মেম্বার নয় শুধু মামলার সকল আসামীকে গ্রেফতার করা হবে।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj