নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হোসেন খান মামুন(৩২)কে ৩০০পিস ইয়াবা অন্যান্য উপকরনসহ তার নিজ বসত ঘর থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ।
সূত্রে জানাযায়,গতকাল সোমবার(২৪ আগস্ট)দিবাগত রাত ৪ টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ও অন্যান্য উপকরণসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি সাংবাদিকদের জানায়।
এছাড়াও মামুনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ উল্ল্যা,হবিগঞ্জ বানিয়াচং সার্কেল মোহাম্মদ সেলিম মিয়া ও হবিগন্জ ডিবি অফিসার ইনচার্জ(ওসি)মানিকুল ইসলাম।তাদের কাছ থেকেও এমনটাই জানানো হয়।
মামুনের কাছ থেকে,৩০০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের ইনজেকশনের সিরিঞ্জসহ অন্যান্য উপকরণ ও পাওয়া। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মামুন বানিয়াচং উপজেলার পূর্ব তোপখানার নানু মিয়া মাস্টারের ছেলে।
উল্লেখ্য,মামুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সেল্টারদাতা হিসেবে অভিযোগ রয়েছে অহরহ।
এমনকি কিছুদিন পূর্বে মামুনের বাড়ির সামনে তার এক ইয়াবা ব্যাবসায়ী মনির নামের একজনের ইয়াবা চুরি হয়ে যাওয়ার ঘটনায়,মামুন ঐ এলাকার ৩ যুবককে মনিরের কাঠ মেস্তরির দোকানে এনে মারপিট করে রশি দিয়ে বেদে বাজারের উপর দিয়ে প্রকাশ্যে তার বাড়িতে নিয়ে আটক করে রাখে।
পরে এঘটনায় বানিয়াচং উপজেলায় এক শালিস বিচারের মাধ্যমে বিষয়টি মিমাংসা করেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীসহ আওয়ামিলীগ'র নেতৃবৃন্দ।
এছাড়াও মামুন বানিয়াচং সদরে বড় বাজার এলাকায় ১৫/২০জনকে দিয়ে খুচরা ও পাইকারি ব্যাবসা পরিচালনা করে যাওয়ারও অভিযোগ পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত।
এরিপোর্ট লেখাকালীন সময় দুপুর ২ টা পর্যন্ত মামুনের বিরুদ্ধে মাদক নিয়ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাযায় ডিবি অফিস সূত্রে।
কিছু সময়ের ভিতরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj