বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে ১৯৭১সালের ১৮ ই আগস্ট গনহত্যায় নিহত শহীদদের স্মরনে মাকালকান্দি গণহত্যা দিবসটি পালন করা হয়ে থাকে।
উপজেলার ৬নম্বর কাগাপাশা ইউনিয়নের দূর্গম হাওরাঞ্চলের একটি গ্রাম মাকালকান্দি।
১৯৭১সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বানিয়াচং উপজেলার সংখ্যালঘু অধ্যূষিত পাচটি গ্রামে বর্বর হামলা চালিয়ে দুই শতাধিক নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছিল।
হামলার পরপর পাকবাহিনীর দোসর এ দেশীয় রাজাকাররা লুটপাট চালিয়ে আর্থিকভাবে ধনবান মাকালকান্দি গ্রামটিকে নিঃস্ব করে ফেলে এবং অগ্নিসংযোগ করে গ্রামবাসীকে পালিয়ে যেতে বাধ্য করেছিল।
ওই দিনের হামলায় পাকিস্তানী হানাদার বাহিনীর বুলেটের আঘাতে মাকালকান্দি গ্রামেই ৮৭জন নিরীহ নিরপরাধ নারী-শিশু ও পুরুষ শহীদ হন।যদিও স্থানীয়দের দাবী মাকালকান্দি গ্রামেই ২শতাধিক লোককে হত্যা করা হয়েছিল।
বানিয়াচং উপজেলার ৬নম্বর কাগাপাশা ইউনিয়নের মাকালকান্দি গ্রাম ছাড়াও হারুনী গ্রামে ৫জন,নজিপুর গ্রামে ২৫জন, কাগাপাশা গ্রামে ৫জন, গুগরাপুর গ্রামে ৫জনকে হত্যা করা হয়েছিলো। সবচেয়ে বেশি হত্যাকান্ড সংঘটিত হয়েছিল মাকালকান্দি গ্রামে। এই জন্য মাকালকান্দি গ্রামে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে এবং দিবসটিকে মাকালকান্দি গনহত্যা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
শহীদদের স্মরনে ২০০৭সালে তৎকালীন ইউএনও নূরে আলম সিদ্দীকী ও ইউপি চেয়ারম্যান মোতালেব মিয়ার প্রচেষ্টায় মাকালকান্দি গ্রামে একটি স্মৃতি সৌধ স্থাপন করা হয়।
এরপর থেকে উপজেলা প্রশাসনসহ, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনগুলো দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে।
উল্লেখ্য যে,মাকালকান্দি গনহত্যার দায়ে অভিযুক্ত স্থানীয় রাজাকার ও শান্তি কমিটির লোকজনকে এখনও বিচারের আওতায় আনা হয়নি।
এব্যাপারে স্থানীয় জনসাধারনের মধ্যে ক্ষোভ বিরাজমান রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj