কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্থাগঞ্জ (হবিগঞ্জ) : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায় বলেছেন প্রত্যেকে প্রত্যেকের ধর্মীয় অনুশাসন মেনে চললে আমাদের মধ্য থেকে খারাপ চিন্তাধারা দুর হবে। প্রত্যেক মন্দিরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা চালু করা হবে। যারা ধর্ম অনুশাসন মেনে চলে তারা অবশ্যই সমাজের জন্য ভাল কাজ করে।
তিনি আরও বলেন বর্তমান সরকার দেশে সাম্প্রদায়িক সম্পৃতির উজ্জল দৃৃষ্টান্ত স্থাপন করেছে। সাম্প্রদায়িক সম্পৃতির বিষয়ে সরকার অত্যান্ত সচেষ্ট। তাই কোন চিন্তা না করে আপনাদের ধর্মীয় অনুষ্টান নির্বিগ্নে করবেন। এই কৃষ্ণকালী মন্দির হবে অত্যান্ত নান্দনিক। এর উন্নয়নের সাথে আমি নিজেকে আন্তরিক ভাবে জড়ালাম।
তিনি রোববার বিকেলে শায়েস্তাগঞ্জের পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামে কৃষ্ণকালী মন্দিরের উদ্বোধন কালে এ কথা গুলো বলেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুনিল দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, এলজিইডির সিলেট বিভাগের প্রকল্প পরিচালক প্রসুন কান্তি চৌধুরী, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব দিলিপ কুমার বনিক, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার মাশহুদুল কবির, মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা, উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, হবিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট স্বরাজ বিশ্বাস।
অশিত দাশ ভক্তের পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম দিলিপ কুমার সরকার, শায়েস্তাগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত রঞ্জন রায় দুলু, চুনারুঘাট পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ দিলিপ আচার্য্য, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক সুধাংশু সুত্রধর, হবিগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বনবিহারী রায়, রামকৃষ্ণ পাল, কৃষ্ণকালী মন্দির কমিটির সাধারন সম্পাদক রাধা মাধব দাশ, বিশিষ্ট ব্যবসায়ী প্রনব পাল, কল্যাণ বিশ্বাস, শংকর রায়, প্রনয় পাল, লক্ষন দত্ত প্রমুখ।
অনুষ্টানে জেলা প্রশাসক মন্দিরের উন্নয়নে ৫০ হাজার টাকা চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মন্দিরের রাস্তায় নান্দনিক একটি গেইট ও উবাহাটা ইউপি চেয়ারম্যান শৌচাগার নির্মান করার ঘোষনা দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj