এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জে ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের ছাত্রী নদী আক্তার বিদ্যুৎস্পৃষ্টে দু’পা হারিয়ে পঙ্গু হয়ে গেছে। সে ঢাকাস্থ শেখ হাসিনা র্বান ও প্লাষ্টিক র্সাজারী ইনস্টিটিউটে এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উন্নত চিকিৎসার অভাবে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
এদিকে, নদী আক্তারের বাবা রফিক মিয়া তার জায়গা-জমি বিক্রি করে ২ মাস ধরে মেয়ে চিকিৎসা করিয়ে এখন দিশেহারা। নদীর চিকিৎসার খরচ বহন করতে তার বাবার পক্ষে আর সম্ভব হচ্ছে না।
আর্থিক সংকটের কারণে মেয়ে চিকিৎসা সেবা প্রায় বন্ধ রয়েছে বলে জানান তিনি।
দীর্ঘদিন যাবৎ তার চিকিৎসার খরচ জোগাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বাবা রফিক মিয়া। তার শেষ সম্বল জায়গা-সম্পত্তি বিক্রি করে সর্বশান্ত হয়েছেন রফিক মিয়া। দরিদ্র বাবার পক্ষে তার চিকিৎসার ব্যয়-ভার বহন করা আর সম্ভব হচ্ছে না। উন্নত চিকিৎসার অভাবে শিশু নদী আক্তার এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। মেধাবী ছাত্রী নদী বাঁচতে চায়। পিতার আকুতি টাকার অভাবে ওই ছাত্রীর চিকিৎসা প্রায় বন্ধ হাওয়ার উপক্রম বলে জানিয়েছে তার পিতা।মেয়েকে বাঁচাতে চিকিৎসা সহায়তা চাইছেন সমাজের বিত্তবানদের কাছে।আসুন আমরা এই ফুটফুটে বাচ্চাটিকে বাঁচাতে এগিয়ে আসি।
উল্লেখ্য, গত ১৫ মে নদী আক্তার তাদের পার্শ্ববর্তী বাসায় বেড়াতে যায়। এক সময় সে বাসার ছাদে উঠলে সেখানে ফেলে রাখা মেইন লাইন থেকে নেয়া ‘অবৈধ’ বিদ্যুতের সংযোগের তারে জড়িয়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। এতে শিশুটির জীবন বাঁচাতে চিকিৎসকরা তার দুটি পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj