আকিকুর রহমান রুমন, বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে আওয়ামীলীগের দলীয় এমপি মরহুম শরীফ উদ্দিন আহমেদ‘র ২৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
অদ্য ৬আগস্ট(বৃহস্পতিবার) বাদ জোহর যাত্রপাশা আশকর উল্লা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে কবর জিয়ারত ও মসজিদে মিলাদ পড়ানো হয়।
এর পূর্বে মরহুমের কবরস্থানে পুস্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান ।
উপজেলা আওয়ামীলীগের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হোসেন,সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান।
এছাড়া জেলা যুবলীগের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম।
হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ)আসনের সংসদ সদস্য এডঃ শরীফ উদ্দিন আহমেদ ১৯৯৬সালের ৬আগস্ট মৃত্যুবরন করেছিলেন।
১৯৯৬ সালের জুন মাসে অনুষ্টিত সংসদ নির্বাচনে জয়লাভ করার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
শিক্ষকতা পেশার সাথে জড়িত শরীফ উদ্দিন আহমেদ বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলায় স্যার হিসেবে খ্যাতি লাভ করেছিলেন।
পরবর্তীতে আইন পেশায় যোগদান করেন। পাশাপাশি রাজনীতিতে মনোনিবেশ করেন।৭৫ পরবর্তী আওয়ামী রাজনীতিকে হবিগঞ্জ জেলায় প্রতিষ্টিত করতে শরীফ উদ্দিন আহমেদ বিশেষ ভূমিকা রাখায় দলীয়ভাবে এখনও তিনি দলের নেতাকর্মীদের নিকট স্মরণীয় হয়ে রয়েছেন।
বাদ জোহর আশকর উল্লা জামে মসজিদের মিলাদ মাহফিল ও কবর জিয়ারতে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন মাস্টার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, শরীফ উদ্দিন আহমেদের পুত্র সাবেক ছাত্র নেতা ময়েজ উদ্দিন শরীফ রুয়েল,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এনামূল হোসেন খান বাহার,আংগুর মিয়া,সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু,শাহজাহান মিয়া,আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওযাজ ফুল,নজরুল ইসলাম,সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেন,রুহুল কিবরিয়া বুলবুল,যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া,সাধারন সম্পাদক আলমগীর হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান মিয়া,আজমল হোসেন,বাবুল মিয়া,সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি ফরহাদ হোসেন সুমন,আশিকুল ইসলাম,রায়হান উদ্দিন সুমন,আজমল হোসেন খান,তুহিন,কাওছার আহমেদ।
রুমন/দৈনিক শায়েস্তাগঞ্জ/টিটু
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj