নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদকের টাকার যোগান দিতে না পারায় গর্ভধারিনী মাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে কুলাঙ্গারপুত্র ছাদী মিয়া (১৯)। এসময় বানিয়াচং থানার টহল পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলায় প্রাণেরক্ষা পান মা মুর্শেদা খাতুন। পরে এসিল্যান্ড ইফফাত আরা জামান ঊর্মি’র ভ্রাম্যমান আদালতে কুলাঙ্গার ছাদীকে ৬ মাসের কারাদন্ডসহ ৫শ টাকা জরিমানা করা হয়। ৫ আগস্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি এ সাজা দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বানিয়াচং থানার একদল পুলিশ, বানিয়াচং প্রেসক্লাবের ২০২১-২২ সেশনের সভাপতি ইমদাদুল হোসেন খানসহ এলাকার শত শত মানুষ ইউপি কমপ্লেক্সে উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলা সদরের গরীব হোসেন মহল্লা গ্রামের মোঃ চনু মিয়ার বখে যাওয়া পুত্র ছাদী নেশার টাকার জন্য প্রায়ই মাকে জ্বালাতন করে। টাকা-পয়সা না দিলেই ঘরের জিনিসপত্র ভাঙচুরসহ মাকে শারীরিকভাবে লাঞ্চিত করে।
৫ আগস্ট বুধবার সকাল ১০টার দিকেও নেশাদ্রব্য ক্রয়ের জন্য এক হাজার টাকা দিতে মাকে চাপ প্রয়োগ করে। মা অপারগতা প্রকাশ করলে দা নিয়ে মায়ের দিকে তেড়ে যায়। এসময় প্রতিবেশীরা এগিয়ে গিয়ে কুলাঙ্গার পুত্রের হাত থেকে মাকে রক্ষা করেন। পরে মা থানায় গিয়ে পুত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। সন্ধ্যার দিকে কুলাঙ্গার ছাদী পুনরায় বাড়ীতে গিয়ে দা দিয়ে মাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানোর সময় বানিয়াচং থানার টহল পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে ভ্রাম্যমান আদালতে হাজির করে।
রুমন/দৈনিক শায়েস্তাগঞ্জ/এস এইচ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj