এস এইচ টিটু /সৈয়দ হাবিবুর রহমান ডিউক : শায়েস্তাগঞ্জে কোরবানীর জন্য একটি ষাড়ের দাম হেকেছে তিন লাখ টাকা। শখের বশে ষাড়টির নামকরণ করা হয়েছে বুলেট।
শায়েস্তাগঞ্জের নসরতপুরের ব্রাদারস এগ্রো খামারে বেড়ে উঠেছে এ ষাড়টি। এ খামারের সত্বাধিকারী মো: আব্দুল মুসাব্বির হাম্মাদ জানান, প্রায় তিন বছর ধরে নিবিড় পর্যবেক্ষণে এ ষাড়টিকে লালন পালন করেছেন । বুলেট নামকরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, এ ষাড়টি অনেকটাই বুলেট আকৃতির গতিবিধি নিয়ে চলাচল করতে পছন্দ করে। এ ষাড়টি বেশ রাগী, সেজন্য তিনি বুলেট নাম দিয়েছেন।
সরজমিনে গিয়ে জানা যায়, বুলেট ষাড়ের ওজন প্রায় ৮৫০ কেজি।ষাড়টিকে এখনো বাজারে তুলা হয়নি, একজন ব্যাপারী ৩ লাখ টাকা দাম করলে ও ষাড়টি এখনো বিক্রি করা হয়ণি। আজ মঙ্গলবার হবিগঞ্জের গরুর বাজারে তিন নাম্বার লাইনের সুলতান কাতারে ষাড়টিকে বিক্রির উদ্দেশ্যে তুলা হবে।ষাড়ের মালিক হাম্মাদ জানান, ৪ লক্ষ টাকা হলে তিনি ষাড়টি বিক্রি করে দিবেন। এই তিন বছরে ষাড়টির পিছনে খরচই হয়েছে প্রায় পৌনে তিন লক্ষ টাকা।
হাম্মাদ মিয়া আরো জানান, এই করোনাকালে ইদানিং বন্যার কারণে ষাড়টিকে ঘাস খাওয়াতে পারছেন না।, কেবল মাত্র খড়, খৈল, ভূষি খাওয়াচ্ছেন, সেজন্য ষাড়টি অনেক শুকিয়ে গেছে। মূলত এই কারণেই তিনি বিক্রি করে দেয়ার চিন্তা করছেন।
ষাড়টিকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দেশীয় খাবার, খৈল, ভূষিসহ ঘাস খাইয়ে পালন করেছেন।বুলেটকে দেখার জন্য বেশ আগ্রহ রয়েছে ক্রেতা-বিক্রেতাসহ উৎসুখ জনতার মধ্যে। এদিকে, এলাকার লোকজন ষাঁড়টি দেখার জন্য প্রতিদিনই তার বাড়িতে ভীড় জমাচ্ছেন। বুলেটের সত্বাধিকারী মো: আব্দুল মুসাব্বির হাম্মাদ আশা ব্যক্ত করছেন যে, তিনি কিছুটা হলেও বুলেটকে বিক্রি করে লাভবান হবেন।
টিটু/ডিউক/দৈনিক শায়েস্তাগঞ্জ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj