আকিকুর রহমান রুমন বানিয়াচং(হবিগঞ্জ) থেকেঃ-হবিগঞ্জের বানিয়াচংয়ে কমলা বিবি হত্যার ঘটনায় থানা পুলিশ মামলা না নেওয়ায় মিছিল সহকারে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি বরাবরে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।
রবিবার ২৬জুলাই দেশমূখ্য পাড়া সহ কয়েকটি গ্রামের দুই শতাধিক লোক উপজেলা চত্বরে গিয়ে স্মারকলিপি জমা দেন।
[caption id="attachment_64729" align="alignnone" width="300"] কমলা বিবি ছেলে এনায়েত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি জনাব মাসুদ রানা'র কাছে স্মারকলিপি প্রদান করছেন।[/caption]
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২২জুলাই সকাল ১১টায় দেশমূখ্য পাড়া গ্রামের আব্দুল কদ্দুছ,লুকু মিয়া,উজ্জ্বল মিয়া ,আব্দুর রহিম ও তাদের লোকজন ওই এলাকার জমিলা খাতুনকে মারপিট করে।
এ সময় ওই গৃহবধূর শাশুরী কমলা বিবি এগিয়ে গেলে তাকেও মারপিট করা হয়।
এতে ঘটনাস্থলেই কমলা বিবি নিহত ও জমিলা খাতুন আহত হয়।
এ ঘটনায় রহস্যজনক কারনে বানিয়াচং থানা পুলিশ মামলা নেয়নি।
অন্যদিকে অভিযুক্ত কদ্দুস ও তার লোকজন নিজেদের ঘরবাড়ির জিনিসপত্র নিজেরা অন্যত্র সরিয়ে নিয়ে নিহতের পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, পোস্টমর্টেম রিপোর্ট এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যপারে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা স্মারকলিপি প্রাপ্তির কথা স্বীকার করে জানান, যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেওয়া হয়েছে।
রুমন/দৈনিক শায়েস্তাগঞ্জ /এস এইচ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj