নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহায় কোরবানি হওয়া গরুর কাঁচা চামড়া রপ্তানির সুযোগ রেখে চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
নতুন নির্ধারিত দাম গত বছরের তুলনায় কিছুটা কম। এবার রাজধানীতে প্রতি বর্গফুট লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৩৫ থেকে ৪০ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।ঢাকার বাইরে এর দাম রাখা হয়েছে আরও কম— ২৮ থেকে ৩২ টাকা।
এছাড়া, খাসির কাঁচা চামড়ার দাম সারাদেশে প্রতি বর্গফুট ১৩ থেকে ১৫ টাকা ও বকরির চামড়ার দাম ১০ থেকে ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে, ২০১৮ ও ২০১৯ মধ্যে রাজধানীতে প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকার বাইরে এর দাম ৩৫ থেকে ৪০ টাকা।
এছাড়া, খাসির কাঁচা চামড়ার দাম সারাদেশে প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা ও বকরির চামড়ার দাম ছিল ১৩ থেকে ১৫ টাকা।রোববার (২৬ জুলাই) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি উপস্থিতে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ, কাঁচা চামড়া সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্যমন্ত্রী আসন্ন কোরবানির চামড়ার মূল্য নির্ধারণের ঘোষণা দেন।
এ সময় বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সারাদেশে ব্যবসায়ী প্রতিনিধি এবং দেশ-বিদেশে চামড়ার চাহিদা ও বিদ্যামান মজুত চামড়ার বিষয় মাথা রেখে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। মূল্য নির্ধারণের ক্ষেত্রে সবার বিষয়টি মাথায় রাখা হয়েছে, যেন কেউ বঞ্চিত না হয়। চামড়া নিয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেদিকেও সর্তক থাকতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন তিনি।মন্ত্রী আরও বলেন, প্রয়োজনে ওয়েট ব্লু ও কাঁচা চামড়া রপ্তানি করা হবে। এবার সে ব্যবস্থাও রাখা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj