ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ।
তারপর কেমন চলছে আপনার দিনকাল।
ভালই।
আপনার কেমন?
ভালো, আর বলবেন না চারদিকে শুধু ঝামেলা আর ঝামেলা।
এইজন এটা চায় ত অন্যজন ওটা। এভাবে আর কত পারা যায়।
আরে ভাই আপনাদের কাজ ই ত তাই। আর পায় বলেই ত আসে।
ও আপনার ত একটা ঝামেলা ছিল সেটার কি হলো।
না এখনও কিছু হয় নি।
অনেকে চেষ্টা করতেছে।
দেখেন সমাধান হয়ে যাবে। আসলে হইছে কি এগুলো খুব খারাপ মানুষ না হলে আপনাদের মত ভাল মানুষ এর সাথে এরকম করতে পারে না।
যাইহোক আমিও চেষ্টা করে দেখব আর এটা ত খুব দরকারও।
কিছুদিন পর আবার সমাধান হইছে নি।
না ভাই।
আসলে সময় পাই নি। দেখি।
তার ও পর আসলে কিছু টাকা দিতে হবে বুঝেনই ত। এগুলো গরীব আর খুব খারাপ মানুষ।
ও আচ্ছা টাকা দিয়ে দিবেন গরীব ত আর কি করা।
টাকা দেওয়া হলো।
কিন্তু সমস্যা আর সমাধান হয় না। কারণ সময় পাওয়া যায় না।
এভাবে বছর যায়, সমাধান আর হয় না।
সময় আর হয়ে উঠে না।
এর মধ্যে আরো কিছু লোক এসে বলবে আরে এরা ত খুব খারাপ লোক কারো কথা মানে। ভবে একটা কাজ করতে পারও কিছু খরচাপাতি করলে নিশ্চিত সমাধান করে দিতে পারব।
আর লোকদের বললে বলবে অমুক তমুক আমার মাই বাপ। এইন কইলে করে দিব।
এইন আবার বলবে আরে ইতা খুব খারাপ কথা মানে না।
আর এভাবেই সমস্যা থেকে যায়।
কথার ফুলঝুড়ি আর একে অন্যের দোষারোপ এ সমস্যা থেকেই যাচ্ছে।
আবার দেখা হলে ভালো মন্দ জিজ্ঞেস করবে আর সমস্যার কথাও বলবে।
আরো বলবে চেষ্টা করলাম অনেক কিন্তু মানে না আসলে এরা খুব খারাপ মানুষ।
কে খারাপ আর কে ভালো তা বূঝা বড় দায়।
অনেক ই বলে টাকা দিলে সমাধান হবে কিন্তু কে নিবে টাকা আর কেনই বা নিবে।
এটাও বুঝা দায।
যাইহোক সমস্যা থেকেই আর আচরণ এ হাসি ও লাগে।
এ হলো আমাদের সমাজের কিছু চিত্র।
চেনা মুখ গুলো কেমন যেন অচেনা ই থেকে যায়।
লেখক
এডভোকেট মোঃ দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান
সদস্য
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj