আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জ বানিয়াচংয়ে এক মাদক সেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিলেন ভ্রাম্যমান আদালত সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধা ৬টার সময় উপজেলার ইকরাম গ্রামে মাদকদ্রব্য সেবন ও রাখার অপরাধে একই গ্রামের মৃত মহরম আলীর পুত্র মানিক মিয়া (১৮)কে গ্রেফতার করে পুলিশ।
এ সময় তাৎক্ষনিক এলাকার জনতার সামনে সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ইফফাত আরা জামান উর্মির ভ্রাম্যমান আদালতে অপরাধীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)গ ধারা লঙ্ঘন করায় আসামীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানার এস আই সোহেল আহম্মেদ এবং সুজাতপুর পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ধ্রুবেশ চক্রবর্ত্তী ও সঙ্গীয় ফোর্স।
উলেখ্য অপরাধী মানিকের মা আদালতে হাজির হয়ে পুত্রের বিরুদ্ধে স্বাক্ষী প্রদান করে সাজা নিশ্চিত করেন।
অন্যদিকে এই ভ্রাম্যমান পরিচালনা করে আসার পথে উপজেলা সদরের জাতুকর্ন ঈদ বাজারে ভেজাল বিরুধী ব্যাবসা প্রতিষ্টানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় ঈদগাহ বাজারের ফার্মেসী ব্যাবসায়ী লিটনকে ১ হাজার টাকা, গ্যানিংগঞ্জ বাজারের ষ্টেশনারী ব্যাবসায়ী রবিউল মিয়াকে এক হাজার টাকা, বড় বাজার শহীদ মিনারের সামনে বাপ্পী মেডিক্যাল হলের হাসমত আলীকে তিন হাজার টাকা, আল মদিনা বেকারির মুবাশ্বির মিয়াকে ৫শত টাকা, সাব-রেজিষ্টার অফিস রোডের ষ্টেশনারী ব্যাবসায়ী সুহেল মিয়াকে ৫শত টাকাসহ মোট ৫টি ব্যাবসা প্রতিষ্টানকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন একই আদালত।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj