শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো, আব্দুল হাসিম জারুনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা যায়,আব্দুল হাসিম জারুন কর্মসুচীর প্রকল্পের টাকা জন্য এক লক্ষ তেষট্টি হাজার আটশত টাকা বরাদ্দ পান। এর মধ্যে তিনি ৬ জন কে ৪ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা, আর ১৫ জন কে ৩ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা পরিশোধ করে মোট ৬৯ হাজার টাকা খরচ করছেন।বাকি চুরানব্বই হাজার আটশত টাকা আত্বসাত করেছেন।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় কর্মসুচীর প্রকল্পের শ্রমিক আমেনা খাতুন বাদী হয়ে একটি অভিযোগ করেন।
এই ঘটনার খবর পেয়ে ইউএনও সুমী আক্তার তাৎক্ষনিক ঘটনা স্থলে ছুটে যান। কিন্তু তখন মেম্বার জারুন পালিয়ে যান।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, আমরা এ বিষয়ে শুনেছি এখনো মামলা করা হয়নি, মামলা হলে আমরা ব্যবস্থা নিব।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার অভিযোগের সতত্যা নিশ্চিত করে বলেন, সরকারি টাকা আত্বসাত করে কেউ বাচতে পারবে না। আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ইউপি মেম্বার পালিয়ে যায়। উনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম/০৬ জুলাই ২০২০/এস এইচ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj