হবিগঞ্জ প্রতিনিধি : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে হবিগঞ্জে জেলা প্রশাসনসহ সকল উপজেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা ফেরদৌসী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান, পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, জিপি অ্যাডভোকেট আফিল উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে মুজিব নগর দিবসের গুরুত্ব অপরিসীম। আজকের এই দিনে জেলে থাকা বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি এবং সৈয়দ তাজ উদ্দিনকে প্রধানমন্ত্রী করে মুজিব নগর সরকার গঠন করা হয়েছিল। সেই সরকার আমাদের সিলেটের সন্তান ওসমানীকে প্রধান সেনাপতি এবং হবিগঞ্জের সন্তান এম এর রবকে সহ অধিনায়ক করার পাশাপাশি সি আর দত্তকে সেক্টর কমান্ডার এর দায়িত্ব প্রদান করে। পরে ৯ মাস যুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছিল। আমাদের নতুন প্রজন্ম মুজিব নগর দিবস সম্পর্কে তেমন অবগত নয়। তাই তাদেরকে এ সম্পর্কে জানাতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj