এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নসরতপুরের একটি রাস্তার বেহাল দশা।বিগত কয়েকবছর ধরেই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
এ রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজারো মানুষ আসা যাওয়া করেন। একটি রাস্তার কাজের জন্য বার বার জনপ্রতিনিধিদের কাছে গিয়ে ও রাস্তাটির কাজ করানো সম্ভবপর না হলে গ্রামবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করে। এ লক্ষ্যে পশ্চিম নছরতপুরে মুরুব্বী ও যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার করার জন্য উদ্যোগ নেয়া হয়।
গত মঙ্গলবার ও বুধবার দু'দিনে পশ্চিম নছরতপূর গ্রামের মুরুব্বী ও যুবকরা নিজেরাই রাস্তাটি সংস্কার করেন।
পশ্চিম নসরতপুর গ্রামের শেখ সজীব বলেন, গত ৫ বছর ধরে পশ্চিম নছরতপুরের রাস্তাটি বেহাল দশা এ দেখার যেন কেউ নেই গ্রামবাসীরা বার বার জনপ্রতিনিধিদের কাছে গেছেন উক্ত রাস্তাটি সংস্কারের জন্য কে শুনে কার কথা। নির্বাচন আসলে সবাই ভোটের জন্য আসে প্রতিশ্রতি দেন রাস্তা করে দিবেন আর নির্বাচন গেলে কোন খবর রাখেন না।তাই এলাকার যুবকরা মিলেই রাস্তা সংস্কারের চেষ্টা করেছি।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার শেখ তানভীর হোসেন সফিক জানান, উক্ত রাস্তাটি নূরপুর কাঁঠালতলী হতে শরিফাবাদ স্কুল পর্যন্ত নতুন করে পিচ করা হবে তাই সংস্কার করা হচ্ছে না।খুব দ্রুত এই রাস্তাটি পিচ করা হবে বলে আশ্বাস দিয়েছেন সাংসদ এডভোকেট মো: আবু জাহির।
এ বিষয়ে নুরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক বলেন, আমি কিছুদিন ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছি। এই রাস্তাটির অবস্থা খারাপ আমি জানি। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানাই।
দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম /০১ জুলাই ২০২০/এস এইচ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj