নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে এক মাদ্রাসার ছাত্রী ও কলেজ ছাত্রীকে ধর্ষনের চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করায় ক্ষিপ্ত আসামী পক্ষরা ভিকটিম মাদ্রাসার ছাত্রীর পিতা মাসুক মিয়াকে প্রাণনাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মাসুক মিয়া বাদী হয়ে এ ব্যাপারে ধর্ষনের চেষ্টাকারী তারেক মিয়ার পিতা জিতু মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাওঁ গ্রামের মাসুক মিয়ার মাদ্রাসায় পড়–য়া মেয়ে (১৫) এবং দিনারপুর কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত ভাগনী (১৮) গত মঙ্গলবার দুপুরে গজনাইপুর হাইস্কুল থেকে নববর্ষের উৎসব থেকে বাড়ি ফেরার পথে কায়স্থগ্রামের কদ্দুছ মিয়ার ছেলে লম্পট মোবারক মিয়া(৩৪) ও লোগাঁও গ্রামের জিতু মিয়ার ছেলে তারেক মিয়া (২০) সহপাটি ৫/৬ জন লোককে নিয়ে রাস্তা থেকে জোর পুর্বক অপহরণ করে ওই ছাত্রীদের সিএনজি যোগে মোবারক মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে দু’ জন দু’ জনকে ধর্ষনের চেষ্টা করে।
এ ঘটনায় মাদ্রাসার ছাত্রীর মা মাসুক মিয়ার স্ত্রী জলিখা বেগম বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। উক্ত মামলার খবর পেয়ে আসামীদ্বয় এবং তাদের লোকজন গতকাল বৃস্পতিবার সকালে স্থানীয় বাজারে পেয়ে মাসুক মিয়াকে অকথ্য ভাষায় গালমন্দসহ প্রাণনাশের হুমকী দেয়। একই সাথে তার স্ত্রীর দায়েরী মামলা না উঠালে তাকে বা তার পরিবারের লোকজনকে দুনিয়া থেকে উঠিয়ে নেয়াসহ বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকী প্রদান করেন বলে অভিযোগে প্রকাশ।
এ ব্যাপারে বৃহস্পতিবার সন্ধ্যায় জিতু মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী নং-৭০৭ দায়ের করেছেন। উক্ত ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসী ধর্ষনের চেষ্টার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শান্তি দাবী করেছেন।
মাসুক মিয়া ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তহীনতায় ভোগছেন বলে সুত্রে জানা গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj