নিজস্ব প্রতিনিধি: অনিদ্রায় শরীরে বাসা বেধেছে নানা রোগ। শরীর শুকিয়ে হয়েছে কঙ্কালসার। কথা বলতে গেলে আটকে যায় মুখ। বিছানায় শুয়ে যেন মৃত্যুর প্রহরগোনা। চোখে-মুখে ক্ষোভ আর হতাশার ছাপ ছেলের শোকে কাতর ইলিয়াস আলীর মা সূর্যবান বিবি।
তিন বছর ধরে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি ইলিয়াস আলীর শোকে তার মায়ের বর্তমান অবস্থার কথা এভাবেই বর্ণনা করলেন ইলিয়াসের অগ্রজ প্রতিম আওলাদ আলী।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) এম ইলিয়াস আলী নিখোঁজের তিন বছর পূর্ণ হলো। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে মধ্যরাতে চালক আনছার আলীসহ ‘নিখোঁজ’ হয়েছিলেন বিএনপির এই প্রভাবশালী নেতা।
দিন কিংবা মাস নয়, একে একে গড়িয়েছে তিনটি বছর। অপেক্ষার প্রহর এখনো ফুরায়নি। কিন্তু এ অপেক্ষার শেষ কোথায় জানেন না স্বজন ও নেতাকর্মীরা। তিনি বেঁচে আছেন কি-না? মানুষের মন থেকে এ সংশয়ও কাটেনি।
তারপরও তাকে খুঁজে পাওয়ার গভীর আত্মবিশ্বাস আর দৃঢ় প্রত্যয় এখনো রয়েছে স্বজন ও নেতাকর্মীদের। বিএনপির নেতাকর্মীরা বিশ্বাস করেন- তাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস এখনো বেঁচে আছেন এবং সরকারের হেফাজতেই আছেন। তাই ইলিয়াস আলীকে ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।
ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল কাইয়ুম বলেন, এম. ইলিয়াস আলী সরকারের হেফাজতে আছেন। আমরা আশাবাদী, সিলেটবাসীর প্রিয় নেতাকে অক্ষত অবস্থায় ফিরে পাবো।
তিনি বলেন, এ দাবিতে ইদানিং প্রতি মাসে কর্মসূচি পালন করে আসছিলাম। কিন্তু পুলিশের নানাভাবে হয়রানির কারণে কর্মসূচী পালন অনিশ্চিত হয়ে পড়েছে। তবে নেতাকে ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন বলেন, এম. ইলিয়াস আলী নিখোঁজের তিন বছর পূর্তিতে প্রতীকী অনশনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু পুলিশ অনুমতি দেবে না। তাই কর্মসূচি হিসেবে শুধু মিলাদ মাহফিল করবো।
এদিকে, সিলেটের পুলিশ প্রশাসন থেকে ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে খোঁজা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ সুপার নুরে আলম মিনা। তিনি বলেন, ইলিয়াস আলী নিখোঁজ হয়েছেন ঢাকা থেকে। সংশ্লিষ্ট থানা পুলিশ এ ব্যাপারে খোঁজ নেবে।
উল্লেখ্য,২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সভাপতি এম. ইলিয়াস আলী ও তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলী রহস্যজনকভাবে নিখোঁজ হন।
তার সন্ধানের দাবিতে নির্বাচনী এলাকা বিশ্বনাথে হরতালের দ্বিতীয় দিনে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান তিনজন। সংঘর্ষকালে আগুন ধরিয়ে দেওয়া হয় উপজেলা পরিষদ স্থপনাসহ সরকারি যানবাহনে।
এ ঘটনায় পুলিশের দায়ের করা একাধিক মামলায় বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের আট সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করা। এসব মামলায় অনেক নেতাকর্মী এখনো কারাগারে রয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj