দূরের অথবা কাছের, আপন কি পর এরকম পরশী বা অপরশীর আপদ, বিপদ বা সূখ দূংখে, সুদিন কি দূর্দিনে সাহায্য সহযোগিতার হাত প্রসারের মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয় আর এভাবেই করতে হয় মনুষ্যত্বের কাজ। আবহমান কাল ধরে আমরা মানবজাতি এভাবেই কাজ করে যাচ্ছে। আর একতাবন্ধ হয়ে সমাজ গঠন করে বসবাস করছে।
আর এটাকেই আমরা সামাজিক জীব হিসেবে পরিচিত।
বর্তমান সময়ে এ সামাজিক বন্ধন আরও দৃঢ় করে এ আপদকালীন সময়ে একে অপরের সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেই। এখনই সময় সহযোগিতার।
আপনার বাড়ির পাশের মলিন কাপড়ে ঢাকা মুখে একটু খাবার বিলিয়ে দেন।
অনেক ডাক্তার করোনা রোগীর শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার এর আবেদন জানিয়েছেন আমরা সামর্থ্য অনুযায়ী দান করি।
যদিও এই রোগের কারণে সামাজিক দুরত্ব বজায় রাখতে বলা হচ্ছে আসলে ত শারীরিক দূরত্ব। যাইহোক আমরা দুরত্ব বজায় রাখব কিন্তু সহযোগিতার হাত থেকে দূরে থাকব না।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা সামাজিক জীব।
আত্মীয় যতদূর এ থাকুক না কেন আমরা কিন্তু সহযোগিতার কথা ভুলে যাই না। তেমনি বর্তমানে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার নামে দায়িত্ব ভূলে যাব না।
তাই আসুন এ আপদকালীন সময়ে আমরা সামাজিক তথা শারীরিক দূরত্ব বজায় রেখে যতটুকু সম্ভব সহযোগিতার হাত প্রসারিত করি।
নিজে বাঁচতে চেষ্টা করি আর সমাজের অন্যদের কে বাঁচতে সহযোগিতা করি। ইনশাআল্লাহ।
আমরা ভেদাভেদ ভূলে একে অপরের সহযোগিতা করি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
লেখক
মোঃ দেলোয়ার ফারুক তালুকদার, এডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও জজ কোর্ট হবিগঞ্জ
সদস্য, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj