বানিয়াচং প্রতিনিধিঃ
সদ্য মারা যাওয়া সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তির অভিযোগে হবিগঞ্জের বানিয়াচংয়ে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে পৈলারকান্দি পুলিশ ফাঁড়ি থেকে অভিযান চালিয়ে সিকান্দার হোসাইন আকবরী (২৭) নামে ওই ব্যক্তিকে আটক করে দুপুর ২টার সময় বানিয়াচং থানায় সোপর্দ করা হয়।
সিকান্দার হোসাইন বানিয়াচং উপজেলার ১৪ নং মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত সমন আলী ফকিরের ছেলে।
এলাকাবাসী ও বানিয়াচং থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত সিকান্দার হোসাইন আকবরী ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছেন।
অভিযোগে জানা যায়, বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর তাকে কটাক্ষ করে সিকান্দার হোসাইন আকবরী তার ফেসবুক আইডি থেকে গত ১৩ জুন অপরাহ্নে একটি পোস্ট দেন। বিষয়টি নিয়ে মুরাদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সমর্থক ও সাধারণ সচেতন মানুষের দৃষ্টিগোচর হলে স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দেয়।
স্থানীয় মানুষের উত্তেজনা নিরসনে পৈলারকান্দি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত ইনচার্জ অভিযুক্ত সিকান্দর হোসাইন আকবরীকে আটক করে বানিয়াচং থানায় প্রেরণ করেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া জানান, আটক আকবরীসহ যারা যারা মৃত লোকদের নিয়ে কটূ মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা স্বীকার করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj