বানিয়াচং প্রতিনিধি :
করোনার এই দুরসময়ে বানিয়াচং ১নং ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের জামালপুর(হাজরাপাড়া) কমিউনিটি ক্লিনিক থেকে পাওয়া যাচ্ছেনা উপযুক্ত সেবা বলে অভিযোগ করেন স্হানীয় জনসাধারণ। যদিও সরকার শুক্রবার ছাড়া প্রতিদিন জনগনকে সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু তা পাওয়া যাচ্ছেনা বলে জানা যায়। কারন সরকার প্রতিদিন সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত কমিউনিটি ক্লিনিক খোলা রেখে জনগনকে সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু বানিয়াচং ১নং ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের জামালপুর (হাজরাপাড়া) কমিউনিটি ক্লিনিক তা মানছেন না। তারা সপ্তাহে ৩/৪ দিন খোলা রাখছেন এই ক্লিনিক। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার জন সাধারণত। এ বিষয়ে এলাকার বিশিষ্ট মুরুব্বি নাম অনিচ্ছুক বানিয়াচং এর এই ক্লিনিকটি প্রতিদিন খোলা হচ্ছে না। দেওয়া হচ্ছে না ঠিক মত ঔষধ ও। ঠিক মতো সেবা দেয়া হচ্ছেনা অভিয়োগ রয়েছে এলাকাবাসী
তিনি আরও বলেন এই ক্লিনিক টি ২/৩দিন পর পর খোলা হয়। আবার খোলা হলে সকাল ১০/১১দিকে খোলে আবার ১টার দিকে চলে যায়। আবার মানুষ ঔষধ চাইলে অনেক মানুষকে গালিগালাজ করে। এতে দুর্ভোগে ভুগছি আমরা এলাকার সাধারণ জনগন। তিনি জানান আমরা অনেকবার এলাকার জনপ্রতিনিধিদের কাছে গিয়েছি কিন্তু তা কোনো কাজ হয়নি। এ প্রসঙ্গে বানিয়াচং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আল হাদি শাহ পরান জানান, আসলে এ বিষয়ে তিনি অবগত নন। ক্লিনিকে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সে প্রতিদিন গিয়ে সেবা দিয়ে আসছেন। তিনি আরও বলেন স্হানীয় এলাকাবাসীর অভিযোগ যদি সত্য হয় আমরা তদন্ত করে তার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নিব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj