বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে আব্দুর রহিম (৩২) নামে এক গাঁজা সেবনকারী ট্রাক হেলপারকে আটক করে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (৬ জুন) সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে এ দন্ডাদেশ দেওয়া হয়।
দন্ডপ্রাপ্ত ট্রাক হেলপার গাজীপুর জেলার শ্রীপুর থানার পাইসল বাড়ি এলাকার মৃত কালাচান ব্যাপারীর ছেলে। এ ছাড়া তার শশুড় বাড়ি বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের লস্করপুর গ্রামে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই মাহমুদ এর নেতৃত্বে একদল পুলিশ মিরপুর বাজার বিশ্বরোড পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ট্রাক হেলপার আব্দুর রহিমকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ট্রাক হেলপারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি দৈনিক শায়েস্তাগঞ্জকে নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত ট্রাক হেলপার একজন গাঁজা সেবনকারী। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj