নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করোনা পরিস্থিতির মধ্যে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ। জনসচেতনতা এড়িয়ে মুখে মাস্ক বিহীন অবাধে চলাচল শুরু। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বার বার বলা হলে ও তা মানছেন না কেউই। করোনা সতর্কতায় বিকেল ৪ টার পর থেকে দোকানপাট বন্ধের নির্দেশ থাকলেও মানা হচ্ছে না। এতে করে চরম আকারে বাড়ছে করোনার ঝুঁকি।
এদিকে করোনাভাইরাসে সারাদেশে প্রতিদিন দুই থেকে আড়াই হাজারের বেশি লোক আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আক্রান্তের পাশাপাশি রয়েছে মৃতের সংখ্যাও। করোনাভাইরাসে নবীগঞ্জ উপজেলায় ২৪ জন লোক শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ও ফিরেছেন গতকাল ১৪ জন । জনসচেতনতা, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব এবং অবাধে চলাচল দেখে সচেতন মহলে দেখা দিয়েছে আলোচনা সমালোচনা ঝড়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, করোনা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা শুরু থেকেই মানুষকে ঘরে ফেরাতে কাজ করছি। এখন নিজ নিজ উদ্যোগে সচেতনতা বাড়িয়ে সুরক্ষা নিশ্চিত করতে হবে। এরপর ও যদি প্রশাসনের নির্দেশনা না মেনে চলাচল করা হয় তাহলে প্রশাসন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj