ডেস্ক : লিবিয়ায় সোমবার অভিবাসীদের বহনকারী একটি বিশাল নৌকা ডুবে গেলে প্রায় ৪শ জন প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেভ দা চিলড্রেনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি এবং রয়টার্স। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
সোমবার লিবিয়া উপকূল থেকে ৬০ মাইল দূরে জাহাজের মত বড় ওই নৌকাটি উল্টে যায়। এ সময় ওই জলযানটিতে প্রায় সাড়ে ৫শ যাত্রী ছিল। লিবিয়া থেকে যাত্রা শুরু করার মাত্র একদিন পরই তারা ওই দুর্ঘটনায় পরে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
ইতালির উপকুলীয় রক্ষীরা ইতিমধ্যে ১৪৪ জনকে উদ্ধার করেছে এবং উদ্ধারকৃতদের মঙ্গলবার সকালে ইতালির এক বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের উদ্ধারে এখনো আকাশ এবং সমুদ্রে অভিযান চলছে বলে জানা গেছে।এ পর্যন্ত ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকারীদের আশঙ্কা, নৌকার আর কোনো আরোহী বেঁচে নেই।
উন্নত জীবনের খোঁজে ইউরোপের দেশগুলোতে পৌঁছানোর জন্য এই বিপজ্জনক নৌ ভ্রমণ শুরু করেছিল এসব অভিবাসীরা।
গত তিন মাসে ভূমধ্যসাগরে এ জতীয় দুর্ঘটনায় ইতিমধ্যে ৫শ অভিবাসী প্রাণ হারিয়েছেন। সেভ দা চিলড্রেনের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, সোমবারের ওই দুর্ঘটনা থেকে যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের অধিকাংশই আফ্রিকার সাব সাহারীয় অঞ্চলের বাসিন্দা এবং তাদের বেশিরভাগই বয়সে যুবক এবং তরুণ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj