মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে : বর্ণাঢ্য আয়োজন ও নানা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাঙালীর ঐতিহ্যের বাংলা বছরের বর্ষবরণ উৎসব হবিগঞ্জে পালিত হচ্ছে।
পুুরোনো দিনের দুঃখ-বেদনা ত্যাগ তিতীক্ষা ভুলে গিয়ে ১৪২২ বঙ্গাব্দর পহেলা বৈশাখ মঙ্গলবার ভোর থেকে ছোট বড় সকলই বর্ণীল সাজে সেজে মিলন মেলায় মিলিত হয়েছেন। তবে বাংলার ভবিষ্যত কর্ণদার কোমলমতি শিশুদের মাঝে অধিক আনন্দ উৎসাহ বিরাজ করে।
হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিন ব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করে। স্থানীয় সার্কিট হাউসে সকালে পান্তা ভাত, ইলিশ, ও ১৩ প্রকারের ভর্তা দিয়ে ভোজনের আয়োজন করা হয়।
সকাল ৯টায় শহরে এক বর্ণাঢ্য র্যলী প্রদর্শন করা হয়। র্যলী শেষে কালেক্টরেট প্রাঙ্গনে এক আলোচনা সভায় মিলিত হন।
জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রউপ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেণ সংসদ সদস্য মোঃ আবু জাহির।
তিনি বলেন, ধর্মের ভেদাবেদ ভুলে বাংলা বর্ষবরণে বাঙালী আজ প্রাণে প্রাণে মিলে সকলই উৎসব পালন করছেন।
প্রধান অতিথি তিন দিন ব্যাপী বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলার শুভ উদ্ভোদন করেণ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্টান, সংগঠন, ও বিভিন্ন প্রতিষ্টান বর্ষবরণ উৎসবের আয়োজন করেণ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj