হবিগঞ্জ প্রতিনিধি : টান টান উত্তেজনার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ ১৯০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম তালুকদার পেয়েছেন ১৮২ ভোট। ২৪৮ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নিরপেক্ষ প্রার্থী মুরলী ধর দাস। তার নিটকতম প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ১৮৪ ভোট। ১৮১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এডভোকেট সুবির রায়। তার নিকটতম নিরপেক্ষ প্রার্থী নিজামুল হক লস্কর পেয়েছেন ১৬৯ ভোট। যুগ্ম সম্পাদক (দেওয়ানী শাখা) আফম খাইরুল ইসলাম খোকন ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নিরপেক্ষ প্রার্থী নুরুল হক পেয়েছেন ১৬৪ ভোট। যুগ্ম সম্পাদক (ফৌজদারী শাখা) নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মুজিবুর রহমান কাজল, তার নিকটতম প্রার্থী ছিলেন এডভোকেট জসিম উদ্দি (২)। সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী এডভোকেট এমএ মজিদ পেয়েছেন ২৩০ ভোট। তার নিকটতম আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এনামুল হক পেয়েছেন ২২২ ভোট। ৪টি সিনিয়র সদস্য পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুল আহাদ ফারুক, সৈয়দ আফজল আলী দুদু, মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ ও বিএনপি সমর্থিত প্রার্থী মতিউর রহমান সানু। ৩টি জুনিয়র সদস্য পদে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোল্লা আবু নঈম মোঃ শিবলী খায়ের, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মেরী আক্তার চৌধুরী ও মোজাম্মেল হক রাসেল। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষ হয় রাতে ১২টার দিকে। ফলাফল ঘোষনার প্রাক্কালেই আওয়ামীলীগ সমর্থক আইনজীবীরা সভাপতি ও ক্রিড়া সম্পাদক পদে বিজয়ীদের ভোট গণনায় অসন্তুষ্ট হয়ে পুনঃগণনার দাবী জানান। এসময় বার লাইব্রেরী এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দেয়। পরে আওয়ামীলীগ সমর্থিত পরাজিত সভাপতি প্রার্থী নুরুল ইসলাম তালুকদার ও আওয়ামীলীগ সমর্থিত পরাজিত ক্রিড়া সম্পাদক প্রার্থী এনামুল হক লিখিতভাবে পুনঃভোট গণনার দাবী জানান। প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী নুরুল আমিন দুটি আবেদন পড়ে শুণালে উপস্থিত আইনজীবীরা ফলাফল ঘোষনার দাবী জানান। এডভোকেট নুরুল আমিন দুটি আবেদনের বিষয়ে পরবর্তীতে কী করা যায় সিদ্ধান্ত নেয়া হবে জানিয়ে ফলাফল ঘোষনা করেন। ৫৩১ জন ভোটারের মধ্যে ৪৭৯ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj