শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ শহরটি এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে। এর ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এই শহরের সাধারণ মানুষকে।যোগাযোগের মাধ্যম ভাল থাকায় শায়েস্তাগঞ্জ শহরটি সব সময় ব্যস্ত থাকে। এতে সময় নষ্টের পাশাপাশি ঠিক সময়ে কাজ করতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে।
উল্লেখ্য, এই ব্যস্ততম শহরটির পাশ দিয়ে বয়ে গেছে ঢাকা – সিলেট মহাসড়ক ও রেলপথ।এছাড়াও রয়েছে অসংখ্য রাস্তাঘাট।দিন দিন এ শহরের সড়কে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ধরণের যানবাহন।এর মধ্যে আশঙ্কাজনক হারে বেড়েছে টমটম ও সিএনজি।বড় বড় যানবাহন আগের তুলনায় যাতায়াত করছে অনেক বেশী। শহরের প্রধান সড়কটি সব সময় ব্যস্ত থাকে। ব্যস্ত সড়ক দিয়ে বেপরোয়াভাবে চলাচল করছে ছোট ছোট যানবাহনগুলো।
জনসাধারণের মতে ,শায়েস্তাগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় বাস স্ট্যান্ড, টেম্পু ও সিএনজি স্ট্যান্ড কেই যানজটের কারণ হিসাবে অনেকেই মনে করছেন।
একটি সূত্র জানায়, এ সড়ক দিয়ে বিভিন্ন ধরনের লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়িও চলাচল করছে। এতে করে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনা। অনেকে বলছেন শহরটি এখন যানজটের ব্যস্ততম স্থানে পরিণত হয়েছে। যানজটে পড়ে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।তাই যানজট নিরসনে ট্রাফিক পুলিশের জনবল বাড়ানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে শায়েস্তাগঞ্জবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj