স্টাফ রিপোর্টারঃ বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের গোসাই বাজার জামে মসজিদের ইমাম পরিবর্তন নিয়ে মসজিদ কমিটির সভাপতি মোঃ লাল মিয়া ও তার ছেলে মোঃ আব্দুল কাইয়ূমকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন।
গত রবিবার বিকাল ২ টার দিকে স্থানীয় গোসাই বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাহুবল উপজেলার খড়িয়া গ্রামের লাল মিয়া দীর্ঘদিন যাবত স্থানীয় গোসাই বাজার জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, ইদানিং প্রতিবেশি আব্দুল কদ্দুছ এর সাথে মসজিদের ইমাম পরিবর্তন নিয়ে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে গত রবিবার ১০ই মে সকালে ইমাম সাহেব চলে যান, বিকাল ২টার দিকে মসজিদ কমিটির সভাপতি লাল মিয়ার ছেলে আব্দুল খালেক স্থানীয় গোসাই বাজারে তার দোকানে গেলে হঠাৎ করে খালেকের উপর হামলা চালায় কদ্দুছ মিয়ার লোকজন।
এ সময় খালেকের সুর চিৎকার শুনে আশপাশের লোকজন, খালেক এর বাবা লাল মিয়া ও খালেকের ভাই আব্দুল কাইয়ূম এগিয়ে আসলে তাদেরকে দেশীয় অস্ত্র সশস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায় কদ্দুছ মিয়ার লোকজন।
এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে খালেক মিয়া, তার বাবা লাল মিয়া ও ভাই আব্দুল কাইয়ূমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, এসময় খালেকের ভাই আব্দুল কাইয়ূমের অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আব্দুল কাইয়ূমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, বর্তমানে আব্দুল কাইয়ূমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার লোকজন।
এ ঘটনায় খালেক মিয়া বাদী হয়ে উল্লেখকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj