নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা ফেরী নদী ও বিবিয়ানা নদী মৎস্য অভয়ারন্য প্রকল্পের অন্তত ২০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের বিবিয়ানা গ্যাস ফিল্ডের সংলগ্ন কসবা ফেরী নদী ও বিবিয়ানা নদীটি কসবা মৎস্যজীবি সমিতি সরকারের কাছে থেকে দীর্ঘ মেয়াদী লীজ গ্রহন করে রুই, কাতলা, কার্প, ঘাগট ও বোয়াল মাছ চাষ করছে। সরকারীভাবে বিবিয়ানা নদীটিকে অভয়ারন্য প্রকল্প হিসাবে ঘোষনা করেন। গত শনিবার এলাকার রাধাপুর, জামার গাঁও, ফাদুল্লাগ্রামের কয়েকশ যুবক লাটিসোটা নিয়ে ফলোবায়া উৎসবে মেতে উঠে প্রকল্পের সম্পূর্ন মাছ লুটপাট করে নিয়ে যায়।
এ সময় লীজগ্রহনকারীরা বাঁধা প্রদান করলে তাদেরকে মারপিট করার ও অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কসবা মৎস্যজীবি সমিতির পরিচালক প্রানেশ সরকার বলেন, তার প্রকল্পের প্রায় ২০ লাখ টাকার মাছ লুট করা হয়েছে। তিনি নবীগঞ্জ থানায় মামলা দায়ের করবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj