সৈয়দ হাবিবুর রহমান ডিউকঃ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়ন এর সুরাবই গ্রামের পালপাড়া মৃশিল্পের জন্য বহুল পরিচিত।
কালের বিবর্তনে হারিয়ে যেতে বসলে ও তাদের পুর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখার জন্য এখনো ১৫-২০টি পরিবার মাটির তৈরি হাড়ি, পাতিল, কলস, ডাকনা, মাটির ব্যাংক, ইত্যাদি বানিয়ে তাদের জীবীকা নির্বাহ করছেন।
সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের আশংকায় লকডাউনের কারণে তাদের পেশায় ও পড়েছে এর প্রভাব, ভাল নেই এলাকার শ্রমজীবী মৃশিল্পীরা ও।
সরজমিনে গিয়ে সুরাবই পালপাড়ার মৃশিল্পীদের সাথে কথা বলে উঠে আসে তাদের নানারকম কষ্ট আর হতাশার কথা, কোনরকম খেয়ে না খেয়েই জীবন চলছে তাদের।
শায়েস্তাগঞ্জ এর নসরতপুর থেকে কাদা মাটি ১২০০ টাকা গাড়ি হিসেবে কিনে এনে তারা তৈরি করেন মাটির হাড়িপাতিল। তাদের প্রথা অনুযায়ী বৈশাখ মাসে তাদের জিনিস বানানীর চাক বন্ধ রাখা হয়, তাই তারা হাত দিয়েই বানাচ্ছেন মাটির জিনিস, নিপুণতার ছোয়ায় আর কারুকাজে বাহারি রকমের জিনিস তারা তৈরি করতে পারেন।
নানা বিষয় নিয়ে কথা হয় পালপাড়ার শুপ্রভা রাণীর সাথে, গিয়ে দেখা যায় তিনি মাটির জিনিস তৈরিতে ব্যস্থ আছেন, ২ ছেলে ও তিন মেয়ে নিয়ে একাজ করেই জীবীকা নির্বাহ করছেন, তার দুই ছেলে অজিত ও সুজিত সেলুনের কাজ করেন, বর্তমানে লকডাউনের কারণে তারা ও কাজ করতে পারছেন না, ফলে অনাহারেই দিন কাটাচ্ছেন তারা।
আরেকজন মৃশিল্পী বাসন্তী রাণী, তার সামী অনিল পাল তিনি ঘরবন্দী হয়ে আছেন, তার ও ছোট ছোট তিন ছেলে, তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন ভাই, ঘরের চাল ফূটো করে পানি পড়ে, কিছু জিনিস বানাই, কিন্তু মেলা বান্নিতে ও এবার যাইতে পারিনাই, খুব কষ্টে দিন কাটাচ্ছি।
সুরাবই কুমারহাটির পালপাড়ায় এখনো বিজন দাস, শ্যমসুন্দর পাল, দুলাল দাস, অনিল দাস, রিকেশ পাল সহ আরো অনেকেই এ পেশার সাথে এখনো জড়িত।
সুতাং বাজারের হাটবারে জিনিস বিক্রি করতেন তারা, এখন বাজারে ও তারা মাটির জিনিস বিক্রি করতে পারেন না। সারাদেশে লকডাউনের কারণে এবার হয়নি, বৈশাখী মেলা, চুনারুঘাট এর বান্নি, শায়েস্তাগঞ্জ এর বান্নি, লালচানের শতমুখা বান্নি ও। তাদের সবধরনের আয়ের পথই এখন বন্ধ হয়ে আছে। এদিকে তারা এখনো সরকারি ত্রানের ছোয়া ও তাদের ভাগে জুটেনি, দুই একজন দশ টাকা কেজির চাল কিনেছেন, বাকিরা অনাহারেই দিন কাটাচ্ছেন। চলমান সংকট এ এসব সাধারণ নিরীহ মানুষ গুলোর পাশে সরকার তথা, বিভিন্ন সংস্থা না দাড়ালে করোনায় নয়, না খেয়েই অনাহারে মরতে হবে এদেরকে। তাই এ বিষয় এ উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সকল স্তরের মানুষ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj