নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরের রাজাবাদ গ্রামের বাসিন্দা হিরা মিয়া গার্লস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বদরুজ্জামান বদর’র ছোট ভাই উপজেলার ঘোলডুবা উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী (অব) মেডিকেল অফিসার ডাঃ সামছুজ্জামান সামছু’র জানাযার নামাজ গত শুক্রবার সম্পন্ন হয়েছে। উক্ত জানাযার নামাজে রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দসহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষের ঢল নামে।
ওই দিন বেলা ২ ঘঠিকার সময় জে কে হাইস্কুল মাঠে অনুষ্টিত জানাযার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান, প্রাক্তণ চেয়ারম্যান আব্দুর রউপ, আব্দুল হাই, নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ সফিকুর রহমান, কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, জেলা জাপা নেতা এডভোকেট জাবেদ আলী, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর, বিশিষ্ট মুরুব্বী আব্দুস শহীদ, জেকে হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, ডাঃ শাহনেওয়াজ আল মামুন, ডাঃ মোঃ ইদ্রিছ আলী, সদর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন প্রমূখ। উক্ত জানাযার নামাজে ইমামতি করেন সিলেট জেলার মোগলাবাজার এলাকার ছাহেব ক্বিবলা হযরত মাওঃ ছদর উদ্দিন রাঘবপুরী। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল সন্ধ্যা ৬ ঘটিকায় ডাঃ সামছুজ্জামান সামছু ঢাকাস্থ গ্রীণ লাইফ হসপিটালে ইন্তেকাল করেন। তার বোন লন্ডন থেকে এবং ভাতিজা কোয়ালালামপুর থেকে দেশে ফিরলে শুক্রবার দাফন সম্পন্ন হয়। তার আগ পর্যন্ত ঢাকা মেডিকেলের হিমাগারে মৃতদেহ রাখা হয়েছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj