এস এইচ টিটু : করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার নির্ধেশনা দিয়েছে।
অথচ শায়েস্তাগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের লোকজন তা মানছে না। এ ছাড়াও (চায়ের দোকান, মুদির দোকানসহ বিভিন্ন ছোট দোকান) খোলা রাখছে অনেক বাজারে।
উপজেলার ইউনিয়নগুলো ঘুরে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত মাইকিং ও সচেতনতামুলক বিভিন্ন প্রচারণা চালিয়ে গেলেও প্রতিফলন নেই মানুষের মাঝে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজার, গুরুত্বপূর্ণ মোড়সহ বিভিন্ন স্থানে অহেতুক জটলা পাকিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। এবং উপজেলার সুতাং বাছিরগঞ্জ বাজারে নিয়মনীতি মানছে না ব্যবসায়ী ও ক্রেতারা। কিন্তু নির্দেশনা কেন মানছে না মানুষ, সে প্রশ্ন সচেতন মহলের।
সরজমিনে গিয়ে দেখে যায়, সুতাং বাছিরগঞ্জ বাজারে মনে হচ্ছে পুলিশের সাথে জনগন পলানটুক খেলছে । পুলিশ আসলেই লোকজন পালাচ্ছে, পুলিশ সদস্য টহল দিয়ে চলে যাওয়ার পর পরই লোকজন সমেবেত হচ্ছে।
সচেতন মহলরা বলছেন , প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব মানুষকে সচেতনতা মূলক পরামর্শ দিচ্ছে। জনসচেতনতা বৃদ্ধির জন্য পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে। মোটরসাইকেল নিয়ে প্রতিনিয়ত টহল দিচ্ছে। সবাই শুনছে কিন্তু মানছে না।তারা আরো বলেন প্রশাসনের নজর বাড়ানো উচিত। এতে না হলে কারফিউ জারি করা হউক।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj