সিলেট প্রতিনিধি:প্রতি শবে বরাতের রাতেই সিলেটের হযরত শাহজালাল (রহ) মাজারে ঢল নামে মানুষের। শাহজালালের মাজার জিয়ারতে আসেন অসংখ্য মানুষ। ফলৈ ভিড় লেগে যায় মাজারসহ আশাপাশের এলাকায়।
তবে এবার শবে বরাতে ভিন্ন চিত্র। করোনা সংক্রমণ এড়াতে এবার শবে বরাতে ঘরে বসেই নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে সরকার। শাহজালাল (র.) মাজার কর্তৃপক্ষও শবে বরাতে ভিড় এড়াতে দুইদিনের জন্য মাজার বন্ধের ঘোষণা দিয়েছেন।
ফলে বৃহস্পতিবার শবে বরাতের রাতে একাবেরই জনমানবশূন্য শাহজালালের মাজার। ভেতরে নেই ভক্তের ভিড়। নেই মাজারের সামনে ভিক্ষুকদের দীর্ঘ লাইন। নেই ছোট-বড় গাড়ির জটলাও।
মাজারের মূল ফটকে টানানো আছে বন্ধের নোটিশ। যাতে লেখা রয়েছে- ৯ ও ১০ এপ্রিল বৃহস্পতি ও শুক্রবার মাজার শরিফ জিয়ারতের গেইট বন্ধ থাকবে।
দরগাহে হজরত শাহজালাল (রহ.) মাজারের খাদেম সামুন মাহমুদ খান বলেন, আমরা বুধবারই মাজারে প্রবেশ দুদিনের জন্য বন্ধ ঘোষণা করেছি। আজ থেকে দুদিন কেউ মাজার এলাকায় প্রবেশ করতে পারবেন না। শুক্রবার জুমার নামাজের সময়ও বাইরের মুসল্লিরা দরগাহ মসজিদে নামাজ আদায় করতে পারবেন না।
তিনি বলেন, মানুষের মধ্যে এখন সচেতনতা অনেকটা বেড়েছে। ফলে সরকারের নির্দেশনা মেনে আজ ঘর থেকে খুব বেশি মানুষ বের হননি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিঞা বলেন, দরগাহর প্রধান ফটকের সামনে পুলিশ রয়েছে। মাজার এলাকায় কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj