সৈয়দ হাবিবুর রহমান ডিউক: প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। পুলিশ ও স্থানীয় প্রশাসনের সাথে মাঠে কাজ করছে সেনাবাহিনীও। কিন্তু এরপরও ঠেকানো যাচ্ছে না সঙ্গরোধ। একজন আরেকজনের শরীরে গেষেই কাজ করছেন মানুষ। দূরত্ব বজায় রাখতে সারাদেশ এখন লগডাউনের পথে। আবার বন্ধ করে দেয়া হয়েছে গণপরিবহণ ও সকল ধরণের দোকান-পাঠ। কিন্তু এরপরও থেকে নেই যাত্রীদের আসা যাওয়া।যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকায় মানুষ এখন ট্রাক, পিকাপ ভ্যানে করে যাতায়াত করছেন।
সরজমিনে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জে উপজেলার অলিপুরে সারাদিন ধরেই যাত্রীবহন করছে বিভিন্ন পণ্যবহন গাড়ি। একটি পিকাপ ভ্যানে ২০-২৫ জন যাত্রী বহন করা হচ্ছে।
এসব গাড়িতে উঠা কোন যাত্রীদের ও নেই সামান্যতম কোন সচেতনা ও নিরাপত্তাবোধ। যেন সবাই ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন।
অলিপুরের স্থানীয় বাসিন্দা কামাল মিয়া জানান, অলিপুর, মাধবপুরের অনেকগুলো ইন্ড্রাস্ট্রি এখনো সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে খোলা রাখার কারণেই কোম্পানি ছুটি হলে মানুষ নিরুপায় হয়ে এসব পণ্যবাহী গাড়িতে উঠে বাড়ি ফেরে। মরণব্যাধী করোনাভাইরাস থেকে বাচতে আমাদের আর কবে হুশ ফিরবে, আমরা নিজেরা যদি সচেতন না হই, তবে এর দায়ভারকে নিবে।
এ সবগুলো শিল্পকারখানা বন্ধ নাহলে মানুষ জীবনের ঝুকি নিয়েই চলাচল করবে, তাই এ ব্যাপারে স্থানীয় মহল সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করছেন। গাড়ির চালক আলম মিয়াবে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করলে বলেন, ‘ভাই সব যাত্রী নামিয়ে দিতেছি’। কিন্তু এ কথা বলেই তিনি গাড়ি দ্রুতগতিতে চালিয়ে পালিয়ে যান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj