শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: সারাদেশে করোনার ভয়াবহতায় আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ।
শায়েস্তাগঞ্জ উপজেলায় অনেকটাই অঘোষিত লকডাউন করা হয়েছে।
চলমান সংকট থেকে কাটিয়ে উঠার জন্য মানুষকে ভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ।
করোনার ১ম ও ২য় ধাপের পর আমরা এবার করোনা মহামারীর ৩য় ধাপে আমরা প্রায় পৌঁছে গেছি। ভাইরাসটি আগামী ৬-১০ দিন, সংক্রমিত হবার সর্বাধিক ঝুঁকি অতিবাহিত করবে।
সংক্রমিতদের মধ্যে ৪০-৫০℅ কোনও পূর্ব লক্ষণ ছাড়াই ভাইরাসটি বহন করবে এবং অন্যকে নীরবে-নিভৃতে সংক্রমিত করবে।
রোগটি আক্রান্ত হওয়া সবার মাঝেই সাধারন সর্দিকাশি, গলাব্যাথা আর জ্বরসহ দেখা দিতে পারে। ভাইরাস জনিত রোগটির অস্বাভাবিক বিস্তার ও আক্রান্ত হওয়া ঠেকাতে সবার জন্যই সর্বাধিক সাবধানতা অবলম্বনের এটি চুড়ান্ত ও শেষ সময়।
এরই ধারাবাহিকতায় শায়েস্তাগঞ্জ উপজেলা,পৌর, কলেজ ছাত্রলীগের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পুরানবাজারে জনসচেতনতা সৃস্টির লক্ষ্যে গরীব অসহায় দুস্ত শিশু ও বয়স্ক মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
এছাড়াও সামাজিক দুুুুুরত্ব নিশ্চিত করার লক্ষে দোকানের সামনে গোলবৃত্ত একে দেয়া হয় । এসময় সর্ব সাধারন কে ভাইরাস সম্পর্কে অবহিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি, প্রসঞ্জিত চন্দ্র দেব, সাধারন সম্পাদক কামরুল হাসান রাসেল, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বিলাল, সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সুমন, কলেজ ছাত্রলীগের সভাপতি জয়নাল সর্দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক অপু দত্ত, পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক তানভীর, আলোড়ন ক্লাবের সভাপতি ফরিদ মিয়া সহ ছাত্রলীগ নেতা রিফাত প্রমুখ ।
শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসঞ্জিত চন্দ্র দেব জানান, দেশের এই সংকটে সর্বসাধারণের মাঝে কাজ করে যাবে ছাত্রলীগ,এই মাস্ক বিতরণ পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে ছাত্রলীগের পক্ষ থেকে দেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj