ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের মাটিতে ‘প্রথম’ জয়ের লক্ষ্যে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (২৪ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
প্রায় ১২ বছর পর পাকিস্তানের মাটিতে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৮ সালের সেই সফরে সব ম্যাচ হেরে এসেছিল সফরকারীরা। তবে এবার পরিস্থিতি ভিন্ন। র্যাংকিংয়ের শীর্ষে থাকা পাকিস্তান সর্বশেষ ১০ ম্যাচের ৮টিতেই হেরে আছে খাদের কিনারে। আর দলেও নতুনের ছড়াছড়ি। তবে শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজরা ফিরে আসায় দলের শক্তি নিশ্চিত বেড়ে যাবে।
অন্যদিকে সর্বশেষ সফরের দল থেকে এবারের সফরে বাংলাদেশ দলে আছেন শুধু মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। নিষেধাজ্ঞার কারণে নেই দলের মূল তারকা সাকিব আল হাসান আর নিরাপত্তার কারণে যাননি আরেক অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম। ফলে মাহমুদউল্লাহ আর তামিমের কাঁধে এবার বাড়তি দায়িত্ব।
বাংলাদেশ দলেও তারুণ্যের ছড়াছড়ি। মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাসদের মতো মোটামুটি অভিজ্ঞদের পাশাপাশি রয়েছেন তরুণ আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ নাঈমদের মতো নতুনরা। তবে নতুন হলেও সর্বশেষ বিপিএলে ভালো করেই দলে সুযোগ পেয়েছেন তারা। অধিনায়ক রিয়াদও তাই তাদের ওপর ভরসা রেখে জয়ের ছক আঁকছেন।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।
পাকিস্তানের একাদশ: আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রৌফ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj