কামরুজ্জামান আল রিয়াদ: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফ্যাক্টরী ডে-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১৭ জানুয়ারি শুক্রবার সকালে দিনব্যাপী অনুষ্ঠান মালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাণ’র ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার হাসান মোঃ মঞ্জুরুল হকের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ এহসানুল হাবিব জয়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা পিপিএম-বিপিএম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া। অনুষ্ঠানে পার্কের পক্ষ থেকে অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা ছাড়াও ফাঁকে ফাঁকে ফ্যাক্টরীতে কর্মরতদের কন্ঠে মনোমুগ্ধকর গান পরিবেশন হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ছাড়াও মনমাতানো নৃত্য, কবিতা ও কৌতুক পরিবেশন হয়েছে। ভাগ্যের চাকা ঘোরাতে ছিল র্যাফেল ড্র-এর আয়োজন। ড্র-তে দেয়া হয় নানা আকর্ষণীয় পুরস্কার।
সেরা শ্রমিকদেরকে কোম্পানীর খরচে ওমরাহ হজ্জ পালন করানোর ঘোষণা দিয়ে প্রাণ’র ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন- অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক মানসম্মত পণ্য উৎপাদন করে দেশে নয় শুধু বিশ্বের ১৪৭টি দেশে রপ্তানীতে সুনাম অর্জন করেছে। এ সুনাম কোম্পানীর শুধু নয় হবিগঞ্জবাসীর। পুরো জাতির। আগামী দিনে আমরা আরো এগিয়ে যেতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন- প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক মানসম্মত পণ্য উৎপাদন করে দেশে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানী করছে। এতে হবিগঞ্জবাসীর মুখ উজ্জল হচ্ছে। এখানে ফ্যাক্টরী করায় প্রায় ২০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। আজ প্রাণ খুলে শ্রমিক-কর্মকর্তারা মিলে উৎসবে মেতে উঠেছে।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা পিপিএম-বিপিএম বলেন- প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক দেশের মূল্যবান সম্পদ। এখানে মানসম্মত পণ্য উৎপাদন হচ্ছে। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এখানের পণ্য যাচ্ছে। লোকজন হাতের নাগালে প্রাণের পণ্য পাচ্ছে।
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার হাসান মোঃ মঞ্জুরুল হক ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ এহসানুল হাবিব জয় জানান, অলিপুরে ২০১৪ সালে কারখানাটিতে উৎপাদন শুরু হয়। বর্তমানে প্রায় ১৯ হাজার শ্রমিক এ পার্কে কর্তরত আছে। আজ সবাই মিলে ফ্যাক্টরী ডে অনুষ্ঠানে যোগদান করেছি। যাই হোক সন্ধ্যায় দিনব্যাপী এ অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj