বাহুবল(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় কয়েক ঘন্টার ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার দুপুর একটা থেকে আড়াইটার মধ্যে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীসূত্র জানায়, উপজেলা সদরসহ আশপাশের এলাকায় পাগলা কুকুর মারমুখী হয়ে উঠে। কুকুরটি তার সামনে যাকে পেয়েছে কামড়িয়ে আহত করেছে। বেলা আড়াইটা পর্যন্ত ওই কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহদেরদের মধ্যে ১৩ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বাহুবল গ্রামের মোশাহিদ মিয়ার কন্যা তাহমিনা(১০), মানিকপুর গ্রামের আব্দুর রেজাকের পুত্র হাবিবুর রহমান (১৫), ইসলামাবাদ আবাসিক এলাকার অলিউর রহমানের পুত্র সাইদুল হাসান (২০),বাহুবল গ্রামের ফারুক আহমেদ-এর পুত্র অপু (৮), মধুপুর চা বাগানের নন্দিনি পাল (১৪), বাহুবল গ্রামের ছিদ্দেক আলীর পুত্র সজিব (৮), গুচ্ছগ্রামের হেলিম উল্লার মৌসুমী আক্তার (১১), হামিদনগর এলাকার ফয়ছল আহমেদ সুহেল (সৃজন বিদ্যাপিঠের পরিচালক)-এর কন্যা ছাদিয়া (৬), ইসলামাবাদ আবাসিক এলাকার হিরা মিয়ার পুত্র আনহার (১৪), বাহুবল গ্রামের ফারুক আহমেদ-এর পুত্র নাঈম আহমেদ (১৩) একই গ্রামের তুরাব আলীর পুত্র আরজু মিয়া (৪০), ইসলামাবাদ আবাসিক এলাকার মৃত মকলিছ মিয়ার কন্যা মারজানা আক্তার (১৪) ও শংকরপুর গ্রামের নূর মিয়ার পুত্র লাদেন (১২)।
আহতদের মধ্যে সকলেরই হাত, কোমড় ও পিঠে কামড়ের আঘাত দেখা গেছে।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj