শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত লস্করপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ট্রাক হেলপার মোঃ তুহিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকার অনুদান দিল লন্ডনস্থ শায়েস্তাগঞ্জ সমিতি।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে আহত তুহিনের বাবার হাতে অনুদানের টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।
ট্রাক হেলপার তুহিন মিয়া গত ২৯ অক্টোবর কুমিল্লার সেনানিবাস এলাকায় অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষে তার দুটি পা ভেঙ্গে যায়। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. রুহুল আমীনের তত্ত¡াবধানে চিকিৎসাধীন রয়েছে।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ফরিদ আহমেদ, ইউপি মেম্বার দুলাল মিয়া, সাংবাদিক কামরুল হাসান ও সাংস্কৃতি কর্মী মো. আল আমিন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন, লন্ডনি অধ্যুষিত এলাকা সিলেট অঞ্চল।শায়েস্তাগঞ্জ অঞ্চলের যারা লন্ডনে সমিতি গঠন করে এলাকার মানুষের প্রতি তাদের আন্তরিকতা ও বিভিন্ন সমাজসেবা মুলক কার্যক্রমের কথা শুনে আমি খুশি হয়েছি। ভবিষ্যতেও তারা অসহায় মানুষের প্রতি সরকারের পাশাপাশি সহযোগিতার হাত প্রসারিত রাখবেন।
উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় গরীব-অসহায় রোগীদের চিকিৎসার জন্য অনুদান, চক্ষু শিবির, প্রতিবন্ধিদের হুইল চেয়ার, গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, শীতবস্ত্র বিতরণ নিয়মিত করে আসছে।
সমিতির সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তুফা ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমন জানান, লন্ডনে থেকেও এলাকার মানুষের প্রতি তাদের অগাত ভালোবাসা রয়েছে। এজাতীয় কার্যক্রম চালিয়ে যেতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj