আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা না রাখা এবং ইঁদুরে কাটা পণ্য বিক্রি করার অপরাধে বাজারের ভুইয়া মার্কেটের বিকাশ চন্দ্র মোদককে ৪ হাজার টাকা এবং প্রতি কেজি পেঁয়াজের মূল্য ১২৫ টাকা রাখার কারণে অধীর স্টোরকে আরো এক হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, এদিন পেঁয়াজের প্রকৃত মূল্য ছিল ১০৫-১১০ টাকা। এছাড়াও ময়লার ড্রেনের পাশে খাদ্য দ্রব্য প্রস্তুত করার অপরাধে শাহী রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অপরাধে তিন্নি রেস্টুরেন্টকে আরো ১ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান- এই অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন থানা পুলিশের একটি টিম। এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj