শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, দিন দিন গ্রামে-গঞ্জে আওয়ামী লীগের কর্মী সমর্থক বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশবাসীর আস্থা ও বিশ^াস রয়েছে বলেই আওয়ামী লীগ এত জনপ্রিয়। আর আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচন আসলে কোন নেতাকর্মী প্রকাশ্যে নৌকা আর আড়ালে গিয়ে দলের বিপক্ষে কাজ করলে তা মেনে নেয়া হবে না।
রবিবার সন্ধ্যায় রেলওয়ে কলোনি স্কুল মাঠে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, আওয়ামী লীগের মূল ¯্রােতধারার বাইরে থাকা নেতাকর্মীদের দলের দুঃসময়ে খুঁজে পাওয়া যায় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে অনেক মুনাফিক বিশ^াস ঘাতকতা করেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও অনেকে বিশ^াসঘাতকতা করেছে। এ রকম লোকদের ব্যাপারে নেতাকর্মীদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। শীঘ্রই শায়েস্তাগঞ্জে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য সভা সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, নূরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুর রহমান, সহ সভাপতি জালাল উদ্দিন মোহন, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন এমপি আবু জাহির। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ আহমেদের পরিচালনায় সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক বদরুল করিম দুলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমেদ, ইউপি চেয়ারম্যান এনামুল হক শেখ কামাল, সাবেক চেয়ারম্যান আবুল কালাম বাবুলসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj