বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল বানিয়াচং) শৈলেন চাকমা বলেছেন, বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ। এই দেশে জঙ্গিদের অভয়ারণ্য হতে পারেনা।
সন্ত্রাস ও জঙ্গিবাদ বলতে যা বুঝায়, সন্ত্রাস ও সন্ত্রাসবাদ ত্রাস শব্দ হতে উদ্ভুত। এর অর্থ হলো ভয়, ভীতি, শঙ্কা। জঙ্গি, জঙ্গিবাদ ও জঙ্গিবাদী শব্দগুলোর মূল হল জঙ্গ। এটি ফার্সী ও উর্দু ভাষার শব্দ। জঙ্গ অর্থ যুদ্ধ, তুমুল কলহ, লড়াই, প্রচন্ড ঝগড়া। এক কথায় জঙ্গি অর্থ যোদ্ধা।
তিনি গতকাল সোমবার বেলা সাড়ে এগারটায় বানিয়াচং ডাঃ ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ে বানিয়াচং থানা পুলিশের আয়োজনে দাঙ্গা, মাদক ও জঙ্গিবাদ দমনের উপর রচনা প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা আরো বলেন-সাধারণ জনগনের সহায়তায় আমরা সব ধরণের সমস্যার সমাধান করতে চাই।
শুধু অভিযান দিয়ে মাদক, জঙ্গি ও সন্ত্রাস দুর করা সম্ভব নয়। সে জন্য সমাজের সর্বস্তরের লোকদের নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সম্প্রতি ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দিয়ে মানুষকে হত্যা করা বিষয়টি একদম আইনে প্রতি আস্থাহীনতা। গুজবে কান দেয়া এবং নৈতিক-সামাজিক অবক্ষয় থেকে মানুষ জীবিত আরেকজন মানুষকে পিটিয়ে হত্যা করতে পারে।
এ ধরণের হত্যার ক্ষেত্রে সুনির্দিষ্ট কাউকে দায়ী করতে না পারার সুযোগটি কাজে লাগায় অপরাধপ্রবণ লোকেরা। অপরিচিত কোনো নারী-পুরুষকে কোনো কারণে সন্দেহ হলে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করাই সচেতন নাগরিকদের দায়িত্ব।
এ জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। পরে এসব বিষয়ের উপর লিখিত পরীক্ষা নেন তারা। পুরো জেলা জুড়েই এই কার্যক্রম চলছে বলে জানান এএসপি শৈলেন চাকমা। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং থানার এসআই হুমায়ুন কবির, গোপাল দত্ত, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হেমায়েত আলী খান প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj